কলকাতা 

মেটিয়াবুরুজের বস্ত্র শিল্পীরা বিশ্বের শ্রেষ্ঠ শিল্পী, রাজ্য সরকার সব সময় এদের পাশে আছে, বস্ত্র শিল্প মেলার উদ্বোধন করে জানালেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবাংলার মেটিয়াবুরুজে পৃথিবীর শ্রেষ্ঠ বস্ত্রশিল্পীরা থাকেন। এখনকার ওস্তাগর মালিকরা মিলে ত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা করেন। রাজ্য সরকার এদের পাশে আছে। বললেন, কলকাতার মহানাগরিক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলা রেডিমেড গার্মেন্টসে ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পঞ্চম বস্ত্রশিল্পমেলা তথা এক্সপো ২০২২ উদ্বোধন করে এ কথাগুলি বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বিশ্ববাংলা তথা মিলন মেলা প্রাঙ্গণে ( সাইনসিটির উল্টোদিকে) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এক্সপো ২০২২ চলবে শুক্রবার, ২ জুলাই। ফিরহাদ হাকিম ছাড়াও বক্তব্য রাখেন শিল্পোন্নয়ন দফতরের অধিকর্তা রাজীব সিনহা, কলকাতা বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মহম্মদ শামসুর আরিফ, সঞ্জয় জৈন, নজরুল ইসলাম। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন সংগঠনের সম্পাদক আলমগীর ফকির। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাভাষা ও জাতিপ্রেমী সংগঠক ড. ইমানুল হক, লাক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার অশোক টোডি, কেবি আগরওয়াল । মেলায় ২১৫টি বর্ণাঢ্য স্টল । সেখানে আছে বিচিত্র সব পোশাক সম্ভার।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ