জেলা 

“আপনারা খুন করলেও চর্চা হয় না, আমরা কথা বললেই খুনি বানিয়ে দেন! জুবেইরকে কেন গ্রেফতার করলেন? তিস্তাকে কেন গ্রেফতার করা হল? ওঁরা কী করেছেন?” : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: দুই দিন চুপ থাকার পর সমাজকর্মী তিস্তা শীতলবাদ (Teesta Setalvad) ও সাংবাদিক মহম্মদ জুবেইরের গ্রেফতারির প্রতিবাদে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ মঙ্গলবার আসানসোলের কর্মিসভায় মুখ্যমন্ত্রী বলেন,  ”যখন আপনাদের নেতারা ধর্ম নিয়ে মিথ্যে বলেন, ঘৃণা ছড়ান, তখন আপনারা তাঁদের গ্রেপ্তার করেন না। সেই ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকেন। আপনারা খুন করলেও চর্চা হয় না। আমরা কথা বললেই খুনি বানিয়ে দেন! জুবেইরকে কেন গ্রেপ্তার করলেন? তিস্তাকে কেন গ্রেপ্তার করা হল? ওঁরা কী করেছেন?”

Advertisement

পাশাপাশি নাম না করেও তিনি উল্লেখ করেন নূপুর শর্মার কথা। তিনি বলেন, ”আমি নাম নেব না। আমরা নাম নিতে চাই না। কিন্তু যাঁরা ধর্ম তুলে গালাগালি করেন, তাঁদের আপনারা কেন গ্রেপ্তার করেন না? তবে আমাদের সরকার তাঁকে সমন পাঠিয়েছে। আমরা ছাড়ব না। ”

এদিকে গত রবিবার গ্রেফতার করা হয়েছে গুজরাটের সমাজকর্মী তিস্তা শীতলবাদকে। শনিবার তাঁকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তিস্তাকে। গত শুক্রবার ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে যারা‘উসকানি’ দিচ্ছিল তাদের ভর্ৎসনা করে শীর্ষ আদালত। তিস্তার স্বেচ্ছাসেবী সংস্থাটির নাম উল্লেখিত হয় সেই প্রসঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ক্ষোভ উগরে দেন তিস্তার বিরুদ্ধে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘AltNews’-এর সাংবাদিক মহম্মদ জুবেইরকে। সূত্রের খবর, তাঁকে জেরা করা হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই আদালতে পেশ করা হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ