কলকাতা 

Rujira Banerjee: কয়লা পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে ৭ ঘণ্টা ধরে জেরা করল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়লা পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ৭ ঘণ্টা জেরা করার পর সিবিআই ফিরে গেল।

মঙ্গলবার দু’দফায় অভিষেক-পত্নীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে বলে সূত্রের দাবি।

Advertisement

রুজিরাকে জিজ্ঞাসবাদের জন্য আজকের দিনকে ‘রাজনৈতিক কারণে’ বেছে নেওয়া হয়েছে বলে তৃণমূলের একাংশের দাবি। মঙ্গলবার ত্রিপুরায় রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বেরোনোর পরই তাঁর বাড়ি ‘শান্তিনিকেতনে’ হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। অতীতে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ চালিয়েছিল সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই কয়েক বার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ