Featured Video Play Iconবিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ভার্চুয়ালি ব্যতিক্রমী আবৃত্তি গানের অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব: নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত ভার্চুয়ালি এক মনোজ্ঞ আবৃত্তির অনুষ্ঠান হয়ে গেল গত ১২ জুন ২০২২ সন্ধ্যায়। যাতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ বেতারের বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাজমা পারভীন, কোলকাতা ও বেতার দূরদর্শন খ্যাত আবৃত্তি শিল্পী অনুষ্ঠান সঞ্চালিকা সুস্মিতা সরকার, গুয়াহাটির প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও নাট্যব্যক্তিত্ব গৌতম ভট্টাচার্য এবং গুয়াহাটির সুগায়িকা তথা গল্প কবিতার সুপাঠিকা সন্দীপা চক্রবর্তী।

বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সাহিত্যিক সেখ আব্দুল মান্নানের সঞ্চালনায় এদিনের ব্যতিক্রমী আবৃত্তি অনুষ্ঠানের সূচনা হয় শিল্পী সন্দীপা চক্রবর্তীর সুকন্ঠে পরিবেশিত দুখানি রবীন্দ্র সংগীত দিয়ে। তিনি প্রথমে পূজা পর্যায়ের ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও দাও প্রাণ’ এবং ‌ প্রেম পর্যায়ের ‘চোখে আমার তৃষ্ণা ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে ‘ পরিবেশন করে অনুষ্ঠান মনোরম পরাবেশ তৈরি করে দেন। অনুষ্ঠানের শেষ পর্বে তিনি ‘কৃষ্ণকলি আমি তারেই বলি…’ পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে দেন। এরপর আমন্ত্রিত শিল্পীরা তাঁদের দরদি কন্ঠে পরিবেশন করেন একাধিক কিংবদন্তি কবির ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা।

বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক ও কলামিস্ট সেখ ইবাদুল ইসলামের তাৎপর্য বিশ্লেষিত অনুষ্ঠানে গৌতম ভট্টাচার্য শিলঙ্ লোকনাট্যের প্রাক্তণ সভানেত্রী মীরা রায়ের ‘শপথ’ কবিতা দিয়ে শুরু করে একে একে কবি শক্তিপদ ব্রহ্মচারী, সঞ্জয় চক্রবর্তী এবং রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। নাজমা পারভীন বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রাহমানের ‘আমার পরিচয়’ কবিতা দিয়ে শুরু করে পরিবেশন করেন একগুচ্ছ মনোগ্রাহী কবিতা। সুস্মিতা সরকার প্রথমে আবৃত্তি করেন কবি অলোকরঞ্জন দাশগুপ্তর ‘সোনারবাংলা’ পরে রবীন্দ্রনাথ ‌ও নজরুল ইসলামের একটি করে জনপ্রিয় কবিতা পরিবেশন করে অনুষ্ঠানকে অন্যমাত্রায় পৌঁছে দেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ