জেলা 

হাওড়ার বিস্তীর্ণ এলাকায় অবরোধ বিক্ষোভ এবং হিংসার ঘটনায় ৫৩জন গ্রেপ্তার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হাওড়ার বিস্তীর্ণ এলাকায় অবরোধ বিক্ষোভ এবং হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫৩জনকে গ্রেপ্তার করা হয়েছে । হজরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মা কুরুচিকর মন্তব্য করার জেরে গ্রামীণ হাওড়া জুড়ে তাণ্ডব চলেছে দু’দিন ধরে। শনিবারও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। সেই অশান্তির রেশ যাতে ছড়িয়ে না পড়ে তাই হাওড়া জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এমনকি উলুবেড়িয়া সহ বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগামী বুধবার সকাল ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ।

হাওড়া জেলা পুলিশ সূত্রে খবর, গত দু’দিনের অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে আক্রমণ, অস্ত্র নিয়ে জমায়েত, জাতীয় সড়ক অবরোধ, অগ্নিকাণ্ড ঘটানো সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

Advertisement

এদিন ধৃতদের হাওড়া ও উলুবেড়িয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, গোটা হাওড়া জেলা বিশেষত স্পর্শকাতর এলাকায় আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ