কলকাতা 

Bhawanipur Murder Case : ভবানীপুরের জোড়া খুনে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আরও ১, মোট গ্রেপ্তার ৩

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভবানীপুরের জোড়া খুনের পেছনে সম্ভবত কোনো আত্মীয় জড়িত বলে পুলিশের অনুমান। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে শাহ পরিবারের আর্থিক মন্দা চলছিল। এই কারণে তার মেজ জামাইয়ের এক আত্মীয়র কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। সেই টাকা সময়মত সব দিতে পারেনি তা নিয়েই অশান্তি ছিল বলে পুলিশের অনুমান। শাহ দম্পতির তিন কন্যা দুই মেয়ের বিয়ে হয়ে গেছে আরেকটি মেয়ে এখনো অবিবাহিত। এই তিন কন্যার মধ্যে দুজন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী ওই দুই মেয়েকে আশ্বস্ত করেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।

এদিকে, ভবানীপুরের ফ্ল্যাট বিক্রি নিয়ে কোনও জটিলতা হয়েছিল কি না এবং এই খুনের পিছনে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত কোনও বিবাদ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় রাজ্যের বাইরের কয়েক জন জড়িত বলে তদন্তে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে, ওড়িশার এক বাসিন্দাকে কলকাতা থেকে গ্রেফতারও করা হয়েছে। এই নিয়ে ভবানীপুরের জোড়া খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হল।

Advertisement

বৃহস্পতিবার সকালেই ভবানীপুর খুনের ঘটনায় দু’জন পেশাদার খুনিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তদন্তে অনুমান, ওই পেশাদার খুনিদের খুনের বরাত দিয়ে থাকতে পারেন দম্পতির মেজো জামাইয়ের ওই আত্মীয়ই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ