কলকাতা 

CalCutta High Court : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার রাজ্য সরকারের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ । ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে কারচুপি হয়েছে বলে অভিযোগ। অভিযোগ অনেকেই সেই পরীক্ষায় ফেল করার পরেও চাকরি পেয়ে গেছেন। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা। সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা তলব করল উচ্চ আদালত।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে (Kolkata High Court)) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এই হলফনামা তলব।

Advertisement

রাজ্য সরকারের দাবি, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়েছে। যাঁরা নিযুক্ত হয়েছেন দীর্ঘদিন তাঁরা চাকরিও করছেন। এখন এতদিন পর এই মামলার কোনও মানে হয় না। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেছে।
এদিকে মামলাকারীর বক্তব্য, দীর্ঘদিন ধরে অযোগ্য প্রার্থীরাই চাকরি করছে। ফেল করেছে এমন প্রার্থীও চাকরি পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছেন। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হয়েছিল ধাপে ধাপে। গত এপ্রিল মাসেও ৭৩৮ জন নিয়োগ পেয়েছিলেন। কিন্তু অভিযোগ, এখনও এই প্রক্রিয়ার কোনও তালিকা প্রকাশ করা হয়নি। সব নিয়োগই বেআইনি বলে দাবি করা হয়েছে।
রাজ্য সরকারের হলফনামা দেওয়ার তিন দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবে মামলাকারী। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ জুন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ