দেশ 

EPF: মোদিজীর আচ্ছে দিনের স্বপ্ন পূরণ, কর্মচারীদের পিএফের সুদের হার আবার কমাল কেন্দ্র, ৪৩ বছরে সবচেয়ে কম, মোদি সরকারের সিদ্ধান্তে সাধারণ মানুষ দিশেহারা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কর্মচারীদের একমাত্র বাঁচার স্থল প্রভিডেন্ট ফান্ড সেখানেও কেন্দ্রীয় সরকার হাত মারতে শুরু করেছে। বিগত ৪৩ বছরের ইতিহাসে এই প্রথম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সর্বনিম্ন করা হলো। যা এক কথায় নজিরবিহীন। এর ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন প্রবীণ নাগরিক এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

প্রসঙ্গত, গত মার্চে ট্রাস্টি বোর্ড বৈঠকে ২০২১-২২-এর জন্য পিএফের সুদ ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব গৃহীত হয়েছিল। ট্রাস্টি বোর্ডের সেই প্রস্তাবেই সিলমোহর দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তার পর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

Advertisement

অর্থনীতিবিদ অভিরূপ সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা বলেছেন, ‘‘এটা দ্বিচারিতা। এক দিকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়েছে, তার ফলে বাড়ি, গাড়ি কেনার জন্য যে টাকা মানুষ ধার করছেন তার উপর সুদের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। উল্টো দিকে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ ডিপোজিটের উপর যে সুদ দিচ্ছে বা ইপিএফের উপর যে সুদ মানুষ পাচ্ছেন, সেটা কিন্তু বাড়ছে না, উল্টে তা কমছে। এটা দ্বিচারিতা।’’

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। একদিকে লাগামছাড়া মূল্যবৃদ্ধি অন্যদিকে ক্রমাগত মুদ্রাস্ফীতি মানুষকে দিশেহারা করে তুলেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিচল ভাবে দিনের পর দিন সাধারণ মানুষের উপরে বোঝা চাপিয়ে যাচ্ছে। আর একইসঙ্গে ধর্মের সুরসুর দিয়ে দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে চলেছেন মোদী শাহরা ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ