কলকাতা 

Calcutta High Court: এস এস সি মামলা থেকে অব্যাহতি! এবার প্রাইমারি ও মাদ্রাসা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বিচার্য বিষয় বদল করা হল। স্কুল সার্ভিস সংক্রান্ত মামলা, কলেজ, আপার প্রাইমারি মামলাগুলি এবার থেকে শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা।

শুক্রবার নতুন বদল করা হল কলকাতা হাই কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা বিভিন্ন মালা সরে গেল রাজশেখর মান্থার এজলাশে। এসএসসি, আপার প্রাইমারি সহ বেশ কিছু মামলা এবার থেকে শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা।

Advertisement

অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবেন প্রাইমারি ও মাদ্রাসা এবং শ্রম সংক্রান্ত মামলা। এছাড়া প্রাইমারী টেট-র মামলাও শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

একক বেঞ্চের সঙ্গে সঙ্গেই বদল হয়েছে আপিল বেঞ্চেও। এসএসসি, আপার প্রাইমারির মামলাগুলি আপিল বেঞ্চে এতদিন শুনতেন বিচারপতি হরিশ ট্যান্ডন। এবার থেকে আপিল বেঞ্চে এই মামলাগুলি শুনবেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

সাম্প্রতিক অতীতে শুধু নিয়োগ মামলা নয়, রাজ্যে গত কয়েক মাসে একের পর এক মামলায় তাঁর এজলাস থেকেই এসেছে CBI তদন্তের নির্দেশ। তালিকায় রয়েছে পার্থ, পরেশদের মতো ভিভিআইপি-দের নামেও দায়ের হওয়া মামলা।

তবে চলমান এস এস সি মামলাগুলো এখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই দেখবেন। নতুন করে কোনো মামলা হলে সেগুলো রাজশেখর মান্থার শুনবেন।

শিক্ষা সংক্রান্ত  বিষয়গুলিকে তিনটি ভাগে ভাগ করেছেন প্রধান বিচারপতি। ১. প্রাইমারি ও মাদ্রাসা সংক্রান্ত বিষয়। ২. স্কুল সংক্রান্ত বিষয় ৩. কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয়। এবার প্রাইমারি ও মাদ্রাসা সংক্রান্ত বিষয় বিচার করার দায়িত্ব পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্কুল সংক্রান্ত বিষয় বিচার করার দায়িত্ব পালন করবেন রাজশেখর মান্থার, আর কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয় বিচার করার দায়িত্ব পেলেন কৌশিক চন্দ্র।

মোট কথা হলো এস এস সির মামলা থেকে সরানো হলেও আগামী দিনে প্রাইমারি নিয়োগ মামলা নিয়ে আরো চাপে পড়তে পারে শাসক দল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ