জেলা 

Mamata Banerjee : কামারকুন্ডু রেলওয়ে ফ্লাইওভারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বরুণ দাস, সিঙ্গুর: আজ শুক্রবার ৩রা জুন খবরের শিরোনামে বহু স্মৃতিবিজড়িত সেই সিঙ্গুর। তৎকালীন বামফ্রন্ট সরকারের টাটা ন্যানো শিল্পের জন্য কৃষি জমি আন্দোলন এর মধ্যে দিয়ে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে তৃনমূল সরকারের উত্থান, মাঝে বহু বছর কেটে গেছে।

কামারকুন্ডু রেলস্টেশন এর উপর নবনির্মিত ফ্লাইওভারের ছবি

আজ সেই সিঙ্গুরের বাজিমেলিয়া হসপিটাল মাঠে পা রাখলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তৃনমূল সরকার আসার আগে থেকেই হুগলী জেলার বৈদ্যবাটি, তারকেশ্বর, চাঁপাডাঙ্গা যাবার মাঝে কামারকুন্ডু স্টেশনের লেবেল ক্রসিং, এর ফলে যানচলাচল ব্যাহত হত। রাজ্যে সরকারের সহযোগিতায় এবং সিঙ্গুর এর বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডঃ করবী মান্নার দীর্ঘ প্রচেষ্টায় কামারকুন্ডু রেলপথের উপর দিয়ে নবনির্মিত উড়ালপুলের দ্বার উদঘাটন  করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উড়ালপুল তৈরি হাওয়ায় শুধুমাত্র সিঙ্গুরবাসী উপকৃত হলেন তা নয় সমগ্ৰ হুগলী বাসী যানজটের হাত থেকে মুক্তি পেল এছাড়াও বাজিমেলিয়া ময়দানে নব নির্মিত সন্তোষী মাতা মন্দিরে রাজ্য বাসীর মঙ্গল কামনায় পূজা দিলেন।

সিঙ্গুরের বাজে মেলিয়া ময়দানের কাছে নবনির্মিত সন্তোষী মাতার মন্দির পুজো দিয়ে বেরিয়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়িকা করবী মান্না।

কামারকুন্ডু ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না,ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, সাংসদ কল্যাণ ব্যানার্জী, বিধায়ক তপন দাসগুপ্ত সহ হুগলী র তৃনমূল কংগ্রেসের কলা-কূশলী ও কর্মীবৃন্দ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ