জেলা 

Madhyamik Result 2022: মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য আল আমিন মিল্লি মিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এবছর মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য দেখালো আল আমিন মিল্লি মিশন । দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হটুগঞ্জে অবস্থিত আল আমিন মিল্লি মিশন থেকে এবছর ৪২ জন পরীক্ষা দিয়েছিল। সবাই প্রথম বিভাগে পাশ করেছে।

এরমধ্যে ১০ জন ছাত্র ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছে, ১৪জন ৮০% নম্বর পেয়ে পাস করেছে ১৮ জন 75 শতাংশ নম্বর পেয়ে এবং ২৮ জন ৬০% নম্বর পেয়ে পাশ  করেছে। এই মিশন থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আহমদউল্লাহ বৈদ্য। তার প্রাপ্ত নম্বর ৬৭৩ শতাংশের বিচারে ৯৬ শতাংশ।

Advertisement

আল আমীন মিল্লি মিশনের মাধ্যমিকের কৃতি ছাত্ররা….

আহমাদুল্লাহ বৈদ্য –৬৭৩(৯৬%)

শামীম আক্তার —৬৭০(৯৫%)

জাহিরাল কবির ৬৬১(৯৪%)

মির্জা জুনায়েদ আক্তার -৬৬১(৯৪%)

ইনজামাম মোল্লা -৬৬০(৯৪%)

জসীমউদ্দীন নাইয়া -৬৬০(৯৪%)

মিশন এর সম্পাদক মাওলানা আব্দুল ওহাব এই প্রসঙ্গে বলেন, সফল ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানাই। তাদের নিষ্ঠা এবং পরিশ্রমের ফল তারা পেয়েছে, একইসঙ্গে আমাদের মিশনের শিক্ষক অশিক্ষক-কর্মচারী ও প্রধান শিক্ষকের ভূমিকারও প্রশংসার যোগ্য। এদের ঐকান্তিক প্রচেষ্টায় ধীরে ধীরে হলেও মিশন আজ সাবালকত্ব অর্জন করতে চলেছে। তিনি আরো বলেন, আমাদের এখানেই থেমে থাকলে হবে না আরও দূর এগিয়ে যেতে হবে লক্ষ্য স্থির রয়েছে।

আমার শিক্ষক অধ্যাপক মনিরুজ্জামান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, গ্রাম বাংলার প্রতিটি স্তরে মেধাবীদের জন্ম দেওয়ার, সেই স্বপ্নকে সার্থক করে তুলতে হবে। মেধাবীকে মেধাবী করা নয় যারা পিছিয়ে পড়ে রয়েছে তাদের মেধার চর্চার মাধ্যমে মেধাবী করে তোলায় আমাদের লক্ষ্য। মধ্যমানের ছাত্রদের সামনের সারিতে তুলে আনা আল-আমিন মিল্লি  মিশনের প্রধান লক্ষ্য।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ