কলকাতা 

Dilip Ghosh: দলকে পড়তে হচ্ছে অস্বস্তিতে! সংবাদমাধ্যমের কাছে কোন কথা বলতে পারবেন না দিলীপ ঘোষ চিঠি দিয়ে কড়া বার্তা দিল কেন্দ্রীয় নেতৃত্ব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নানা বিতর্ক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দেয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দিলীপ ঘোষ। দল বারবার সতর্ক করেছে এ বিষয়ে তার সত্বেও তিনি অবিচলভাবে বিতর্কিত মন্তব্য করে চলেছেন। এমনকি দু-তিন দিন আগে আনন্দবাজার অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন দীলিপ ঘোষ। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে যায় বিজেপি।

এরপরই আজ মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটি রীতিমতো চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো চিঠিতে দিলীপ ঘোষের নানা মন্তব্যে দলের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে।

Advertisement

কড়া চিঠিতে বিশেষ ভাবে সতর্ক করে সংযত থাকতে বলা হয়েছে দিলীপকে। চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ লিখেছেন, ‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে। কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না।’

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশেই দিলীপকে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে অরুণ লিখেছেন, ‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে করা মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন। একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বও।’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ