কলকাতা 

Soma Das : চাকরি পেয়ে খুশি নই, আন্দোলনকারী সকলে চাকরি পেলে খুশি হতাম, তবে সকলের চাকরির দাবিতে আন্দোলন করে যাব, বললেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শেষ পর্যন্ত রাজ্য সরকার ক্যান্সার আক্রান্ত সোমা দাস কে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও তিনি স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকায় স্থান পেয়েছিলেন কিন্তু নানা অনিয়মের কারণে তিনি চাকরি পাননি। পরবর্তীতে এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় একইসঙ্গে কলকাতায় আন্দোলন সংগঠিত হয়। ক্যান্সারাক্রান্ত সোমা দাস সুদূর বীরভূম থেকে এসে আন্দোলনে যোগ দেন। শারীরিক অসুস্থতা বোধ করার পর মাঝে মাঝে আন্দোলন মঞ্চ ছেড়ে চলে গেলেও আবার সুস্থ হয়ে আন্দোলন মঞ্চে এসে হাজির হয়। এই বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমা দাস কে অন্য চাকরি দেওয়ার সুপারিশ করতে চান। কিন্তু ক্যান্সারাক্রান্ত সমাধান স্পষ্ট জানিয়ে দেন তিনি শিক্ষকতার চাকরি ছাড়া অন্য কোন চাকরি গ্রহণ করবেন না। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যান্সারাক্রান্ত সোমা দাস কে দ্রুত চাকরি দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন।

সেই নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন বীরভূমের নলহাটি হাতির একটি স্কুলে সোমা দাস কে নিয়োগ পত্র দেয়। এ নিয়োগ পত্র পাওয়ার খবর পেয়ে সোমা দ্যেস সাংবাদিকদের বলেছেন অনেককে চাকরিতে চুরি গেছে আমি চাকরী পেয়ে খুশি নয়। বরং আমাদের সকলের চাকরি একসঙ্গে হলে আমি খুশি হতাম।

Advertisement

সোমা বলেন, “আমি খুশি নই। বিশ্বাস করুন, একেবারে খুশি নই। আমরা যাঁরা প্রায় ৪৫০ দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছি, তাঁদের সবাইকে চাকরি দেওয়া হলে খুশি হতাম।”

সোমা আরও বলেন, “আমাদের চাকরি চুরি করে অন্যদের দেওয়া হয়েছে। এই চাকরি তো আমাদের প্রাপ্য ছিল! আমি সত্যি না মিথ্যা বলছি, এসএসসি-র চেয়ারম্যান বলতে পারবেন। তালিকায় আমার নাম আগে থাকা সত্ত্বেও অন্যকে চাকরি দেওয়া হয়েছে। দিনের পর দিন অন্ধকারে ডুবে যাচ্ছিলাম। আমার পাশে তখন কেউ ছিল না। শান্তি পেয়েছিলাম এই আন্দোলনের মঞ্চে এসে। এঁরা লড়াইয়ের সাথী ছিলেন। আন্দোলনরত সকলের চাকরি হলে খুব খুশি হতাম।” তবে নিজে চাকরি পেলেও বাকিদের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন সোমা।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ