দেশ 

Jamiat Ulama-i-Hind: জ্ঞানবাপী থেকে কুতুবমিনার ইস্যুতে সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষিতে মুসলিম সংগঠনগুলির বৈঠক ডাকলো জমিয়তে উলামায়ে হিন্দ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ থেকে শুরু করে কুতুবমিনারকে সামনে রেখে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন যেভাবে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরী করার চেষ্টা করছে তা কিভাবে প্রশমন করা যাবে তা নিয়ে আলোচনার জন্য আগামী ২৮ ও ২৯ শে মে উত্তরপ্রদেশে জরুরি বৈঠক ডেকেছে জমিয়তে উলামায়ে হিন্দ।

দেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি এবং এই প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় কী হতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য বিশেষ সভা আহবান করেছে জমিয়তে উলামায়ে হিন্দ বলে জানা গেছে। উত্তরপ্রদেশে দেওবন্দ শহরে এই সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের মোট ৫০০০ মুসলিম সংগঠন কে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এখান থেকে আগামী দিনে এই দেশের মুসলিমদের করণীয় কি তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

Advertisement

জ  মিয়ত সূত্রের খবর, অধিবেশনে আহ্বান জানানো হয়েছে দেশের প্রায় ৫,০০০ সংগঠনকে। অধিবেশনে উত্তরপ্রদেশ এবং দিল্লির ওই তিন স্থান ঘিরে সাম্প্রতিক বিতর্ক এবং মামলা নিয়ে আলোচনা হতে পারে। আবেদন জানানো হতে পারে উত্তেজনা প্রশমনের।

সম্প্রতি জমিয়ত প্রধান মৌলানা মেহমুদ আসাদ মাদানি বারাণসীর জ্ঞানবাপী মসজিদ-বিশ্বনাথ মন্দির বিতর্কে জড়িয়ে না পড়ার আবেদন জানিয়েছিলেন দেশের মুসলমান নেতাদের কাছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ