কলকাতা 

SSC Scam : এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে নিয়ে জেরা করতে পারবে পার্থকে, রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আরো বিপাকে পড়ে গেলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সিবিআইয়ের চাইলে পার্থ চট্টোপাধ্যায় কে হেফাজতে নিয়ে জেরা করতে পারে। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। কিন্তু আজ শুক্রবার সেই মামলার ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায় কে রক্ষাকবচ দিতে রাজি হয়নি। ফলে এসএসসি দুর্নীতি মামলায় যেকোনো সময় সিবিআই ইচ্ছা করলেই পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করতে পারে।এদিকে আজ শুক্রবারই সিবিআই পার্থকে দ্বিতীয়বার হাজিরা দিতে বলেছে নিজাম প্যালেসে।

শুক্রবার সকালেই আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছিলেন পার্থের আইনজীবীরা। আদালতকে তাঁরা বলেছিলেন পার্থের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়। একই সঙ্গে আদালতের কাছে আইনজীবীদের আবেদন ছিল, সিবিআই যেন পার্থকে হেফাজতেও না নেয়। এদিন দুপুর দুটোই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিতে গিয়ে বলেছে কোনভাবেই পার্থ চট্টোপাধ্যায় কে আলাদাভাবে রক্ষাকবচ দেওয়া যাবে না। একইসঙ্গে রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে।

Advertisement

এর আগে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ পার্থকে হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শ দিয়েছিল।শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবারও পার্থকে সিবিআই দফতরে তলব করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। পার্থ সেই নির্দেশ মেনে নিজাম প্যালেসে যান। সাড়ে তিন ঘণ্টার জেরার পর সিবিআই দফতর থেকে বাড়ির উদ্দেশে রওনা হন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ।

শুক্রবার পার্থর মামলার শুনানি ছিল আদালতে, সেখানেই তাঁর আইনজীবীরা বলেন, একক বেঞ্চের রায়ে পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হোক। একই সঙ্গে তাঁকে মন্ত্রী পদ ছাড়ার ব্যাপারে যে পরামর্শ দেওয়া হয়েছিল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার আবেদন জানান পার্থর আইনজীবী। একই সঙ্গে পার্থের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই আবেদনও করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবিদের করা এই আবেদন গুলি আজ ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আক্ষরিক অর্থে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে মান্যতা দিল ডিভিশন বেঞ্চ।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ