জেলা 

নৈহাটি ইয়ুথ আইডিয়াল প্রয়াস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : গত ১৬ মে সোমবার  নৈহাটি ইয়ুথ আইডিয়াল প্রয়াস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি পৌরসভার ঐকতান হলের  সমরেশ কক্ষে সকাল ১০ টা থেকে সংস্থার ৫ম স্বেচ্ছা রক্তদান শিবির সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি ১৯ বছরের তরুণ শ্রী সৌরাশীষ ঘোষ জানান যে, — পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৬০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্ত দান করেন, যার মধ্যে বেশীরভাগ ১৮ – ২২ বছর বয়সের। তিনি নিজে আজ পর্যন্ত মোট ৬ বার রক্তদান করেছেন। কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকালে যখন ব্লাড ব্যাংক গুলিতে চরম রক্ত সঙ্কট, এই পরিস্থিতিতে বহু মানুষের প্রয়োজনে কাজে লাগবে এই রক্ত-ব’লে মনে করেন শ্রী সৌরাশীষ।

Advertisement

এছাড়া, আজকের এই মহতী অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের “সবুজ সঙ্কল্প” সঙস্হা বিশ্ব উষ্ণায়ন রুখতে এবং পরিবেশ ও জীবজগৎ রক্ষার লক্ষ্যে গাছের চারা বিলি করেন সঙস্হার কর্ণধার শ্রী রণজিৎ দে।

বিকাল ৬ টা থেকে ঐকতান হলে”প্রয়আস”- এর শুভ উদ্যোগ ও ব্যাবস্থাপনায় এক মনোজ্ঞ সাঙস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অনূষ্ঠানটিতে “মা অন্নপূর্ণা চ্যারিটেবল্ ট্রাস্ট”- এর পক্ষ থেকে সংস্থার কর্নধার শ্রী পার্থ দত্ত ও শ্রী পার্থ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ