কলকাতা 

অসহায়-দরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ উপলক্ষে আমানতের বস্ত্র বিতরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : “তোমরা জমিনবাসীদের(মানুষের) উপর দয়া কর, আসমানওয়ালা (আল্লাহতায়ালা) তোমাদের উপর দয়া করবেন’’ – হাদিসের এই বানী মাথায় রেখে আমানত ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণের আয়োজন করেছে।

সমাজের হতদরিদ্র মানুষের প্রতি সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে বস্ত্র বিতরণ করে তাদের পাশে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।

Advertisement

আমানত ফাউন্ডেশন-এর উদ্যোগে, কোয়েস্টমলের স্পেনসার-এর সহায়তায় দক্ষিণ ২৪পরগনা জেলার কাশিপুর, আলমপুর, আয়মা, বজবজ, শিবনগর, কাকদ্বীপ, গাবতলা, নলপুকুর, বাগানআইট, ঘটকপুকুর, ভাঙ্গর-১ ও ভাঙ্গর-২, উত্তর ২৪পরগনা জেলার চাঁদপুর, লাউহাটি, দেগঙ্গা, বীরভূম জেলার ইলামবাজার, বোলপুর, শিউড়ি প্রভৃতি এলাকায় বস্ত্র বিতরণ করা হয়। প্রতিটি বিতরণের অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমামসাহেব ও এলাকার গণ্যমান্য মানুষজনের সহযোগিতায় ও উপস্থিতিতে এই কাজ করা হয়। আমানাত ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম দয়ালু ও বিত্তবান মানুষদের কাছে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আবেদন করেন এবং এই কাজে ইতিমধ্যে যারা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ ঞ্জাপন করেছেন। আগামী দিনে যাতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এই বলে দোওয়া করেছেন বস্ত্র বিতরনের এই কাজটি সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করেন আমানত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন আহমেদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ