কলকাতা 

অনুব্রত মণ্ডলের অন্ডকোষে সংক্রমণ, বাদ দেওয়া হতে পারে, হাঁটতে-চলতে অসুবিধে হচ্ছে চিন্তায় চিকিৎসকরা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের অন্ডকোষের সংক্রমণ দেখা দিয়েছে। এর ফলে বাদ দেওয়া হতে পারে তাঁর অন্ডকোষ। তিনি এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। শোনা যাচ্ছে, বীরভূমের দাপুটে নেতার দু’টি অণ্ডকোষের অবস্থাই খারাপ। তা ফুলে গিয়েছে এবং রসও নির্গত হচ্ছে।

সূত্রের খবর, বুধবার সকালে তৃণমূল নেতাকে (TMC Leader) হাসপাতাল চত্বরেই হাঁটানো হয়েছে। ছ’মিনিট মতো হাঁটার পর নাকি আর হাঁটতে পারছিলেন না অনুব্রত। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ছ’মিনিটে ৭২ মিটার মতো হেঁটেছেন তিনি। তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে বলেই খবর।

Advertisement

গরুপাচার কাণ্ডে গত বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল অনুব্রতর। তবে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি। গতকাল, মঙ্গলবার রাত থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন। সেই কারণে এদিন এসএসকেএমে আসেন। ৮ সদস্যের মেডিক্যাল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করে। তারপরই তাঁকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

এক্স-রে, ইসিজি-সহ অনুব্রতর একাধিক রক্ত পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে, তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছে। ডায়াবেটিস রয়েছে তৃণমূল নেতার। কোলেস্টেরলের পরিমাণও অনেক বেশি। এর জেরে সমস্যা হচ্ছে। সি-প্যাপ মেশিন দিতে হয়েছে অনুব্রতকে। তাঁর আবার ফিশচুলাও রয়েছে।

তবে সূত্রের খবর মানলে, চিকিৎসরা সবচেয়ে বেশি চিন্তিত অনুব্রত মণ্ডলের অণ্ডকোষের সমস্যা নিয়ে। প্রয়োজনে তা কেটে বাদ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন অন্তত ২৫ রকমের ওষুধ খেতে হচ্ছে বীরভূমের দাপুটে নেতাকে। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা তৃণমূল নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ