জেলা 

Sisir Adhikari: নন্দীগ্রামে পরাজয়ের প্রতিশোধ নিতে কাঁথিতে বুথদখল, সব হচ্ছে কালীঘাটের নির্দেশে, বিস্ফোরক তৃণমূল সাংসদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার রাজ্যের ১০৭টি পুরসভায় নির্বাচন হচ্ছে । এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরসভা হলো কাঁথি পুরসভা । এই পুরসভাতে অধিকারী পরিবার তার ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও এবারের নির্বাচনে অধিকারী পরিবারের কেউ প্রার্থী হননি । তবে আজ ভোটের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী । তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন , দলের সাংসদের নিশানায় পড়লেন খোদ দলনেত্রী । শিশিরবাবু আজ বলেছেন,‘নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা মেটাতেই এখানে এমন হচ্ছে।’’
রবিবার কাঁথির প্রভাত কুমার কলেজে ভোট দিয়ে বেরোনোর সময় শিশির অভিযোগ করেন, বুথ জ্যাম করার চেষ্টা হচ্ছে। পুলিশকেও বিঁধেছেন তিনি। এর পর তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘‘আমি দেখেছি ১১টা বুথ দখল হয়েছে।’’ কেন এমন হল? তা নিয়ে শিশিরের ব্যাখ্যা, ‘‘নন্দীগ্রামে মমতার পরাজয়ের জন্যই এখানে এমনটা করছে। সবটাই হচ্ছে কালীঘাটের নির্দেশে। উনি নন্দীগ্রামে হেরেছেন, সেই জ্বালা মেটাতে কাঁথি কলেজ, কাঁথি পুরসভা এবং কাঁথি সমবায় ব্যাঙ্কে থাকা আমার ছেলেদের গত ৯ মাস ধরে মিথ্যে মামলা দিয়ে জেলে পুরছেন। এখন যে ভাবে হোক কাঁথি পুরসভায় অধিকারীদের হারাতে হবে, এটাই কালীঘাটের নির্দেশ।’’

শিশিরের মন্তব্য নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির পাল্টা বক্তব্য, ‘‘ওরা নন্দীগ্রামে ছাপ্পা করে জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়িয়ে জিতে গিয়েছেন৷ তাই নন্দীগ্রাম নিয়ে জ্বালা মেটানোর কোনও ব্যাপার নেই। অধিকারীরা বুঝে গিয়েছেন কাঁথিতে পায়ের তলার মাটি হারিয়ে গেছে। তাই ছাপ্পার অভিযোগ তুলে মানুষের নজর ঘোরাতে চাইছেন। চোরের মন পুঁটলির দিকে। যারা এত দিন কাঁথিতে নির্বিঘ্নে ভোট করতে দেননি তাঁরাই সব জায়গায় ছাপ্পার গন্ধ পাচ্ছেন।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ