জেলা 

Ashok Bhattacharya:হেরে গেলেন খোদ অশোক ভট্টাচার্য নিজেই, মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছেন স্বীকার করলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও দাপুটে বাম নেতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল সন্ধ্যা পর্যন্ত দাবী করেছিলেন শিলিগুড়ি পৌরসভায় জিতবে বামফ্রন্ট এমনকি কয়েকটা সুন কম হলে কংগ্রেসের সমর্থন দেবেন বলে জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

কিন্তু শিলিগুড়ি পৌরসভার নির্বাচনের ফল আসতে দেখা গেল বামফ্রন্টের মেয়র পদপ্রার্থী পরাজিত হয়েছেন। অশোক ভট্টাচার্য শিলিগুড়ি নম্বর ওয়ার্ড থেকে ৫১০ ভোটে হেরে যান তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলম খানের কাছে। এরপর তিনি সাংবাদিকদের বলেন আমরা মানুষের সমর্থন পায়নি।

Advertisement

অশোক ভট্টাচার্য এর প্রতিক্রিয়া, ‘‘একটা বিপর্যয় হয়েছে। আমাদের যে ভোট বিজেপি-তে গিয়েছিল, সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূলের বাক্সে ঢুকেছে। আমাদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে। তবে কমিউনিস্ট পার্টি করি, হতাশায় ডুবে গিয়ে, ঘরে বসে গেলে হবে না।’’

প্রসঙ্গত, বিধানসভা ভোটে হারের পর নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন বাম জমানার দাপুটে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অশোককে ফোন করেন। তিনি বলেছিলেন, ‘‘বামেদের এই দুর্দিনে ভোটের ময়দান ছেড়ে যাওয়া চলবে না। শিলিগুড়িতে তোমাকেই বামেদের নেতৃত্ব দিতে হবে।’’ তার পরেই অশোক পুরভোটে দাঁড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন। কিন্তু ভোটের ফলে দেখা গেল, তৃণমূল প্রার্থীর কাছে ৫১০ ভোটে হেরে গিয়েছেন তিনি।

পরাজয়ের পর অশোক বলেন, ‘‘হারের সমস্ত কারণ পর্যালোচনা করা হবে। এটা রাজনৈতিক ভাবে আমার বিপর্যয়। ব্যক্তিগত বিপর্যয় ঘটেছিল কিছু দিন আগে। তবে ভোটে তো হার-জিৎ থাকবেই। মেনে নিতে হবে।’’

তবে কংগ্রেসের শঙ্কর মালাকারের অভিযোগ, সিপিএম যদি তাঁদের দলের সঙ্গে জোট করত, তা হলে শিলিগুড়িতে বোর্ড গড়ত তারা। অশোক যদিও বলেন, ‘‘হারের বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। তাতে এই বিষয়টিও থাকবে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ