কলকাতা 

Mukul Roy case: মুকুল রায় বিজেপিতেই আছেন, বিধায়ক পদ অটুট থাকবে, শুভেন্দুর আর্জি খারিজ করলেন বিমান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুকুল রায় বিজেপিতেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ হওয়ার কোন কারণ নেই বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। দীর্ঘ শুনানি-পর্বে মুকুল ও তাঁর আইনজীবীরা বারবার দাবি করেছেন, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপিতেই আছেন।

আজ শুক্রবার ঘোষণার সময় স্পিকার বললেন, ‘‘দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছে, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। তা নজরে রেখেই ওই আবেদন খারিজ করা হল। মুকুল রায় বর্তমানে বিজেপি-তেই আছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।’’

Advertisement

গত মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর জুন মাসে মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু। ‘দলত্যাগী’ মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়। ওই মামলায় সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ আশাপ্রকাশ করেছিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিধানসভায় মুকুলের দলত্যাগ সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি হবে। বিধানসভা সূত্রে আগেই খবর ছিল, শীর্ষ আদালতের কথা মেনে শুক্রবারই মুকুল-মামলার রায় শোনাবেন স্পিকার।

মনে করা হচ্ছে স্পিকারের এই সিদ্ধান্তের পর মুকুল রায়ের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। তবে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন বিজেপির শীর্ষ নেতৃত্ব মুকুল রায়ের বিষয়ে কী অবস্থান নেয় সে দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ