দেশ 

UP Assembly Election 2022 : মুলায়ম সিং যাদবের ‘ছোট বহু’ যোগ দিলেন বিজেপিতে, অস্বস্তিতে অখিলেশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: প্রত্যাশিত মত উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব এর ছোট বউ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলেন। আজ বুধবার তিনি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে দলে যোগ দেন।উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

এতে খানিকটা ধাক্কা খেলো সমাজবাদী পার্টি বলে মনে করা হচ্ছে। যদিও মুলায়ম সিং যাদব এর ছোট ছেলে প্রতীক যাদব এর সঙ্গে বরাবরই অখিলেশ যাদবের সম্পর্ক ভালো ছিল না। এছাড়া অপর্ণা যাদব সেই অর্থে সমাজবাদী পার্টির মুখ নয় উত্তরপ্রদেশের দলের মধ্যে অস্বস্তি থাকলেও অপর্ণার চলে যাওয়াতে খুব বেশি ক্ষতি হবেনা সমাজবাদী পার্টির।

Advertisement

২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগেও দলের অন্দরে বিদ্রোহ করতে দেখা গিয়েছিল অপর্ণাকে। সেবারে অবশ্য শেষপর্যন্ত বুঝিয়ে শুনিয়ে তাঁকে দলে রাখেন মুলায়ম। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। বিজেপি নেত্রী রীতা বহুগুণা যোশীর কাছে পরাস্ত হতে হয় অপর্ণা যাদবকে।

এদিন বিজেপিতে যোগ দিয়েই অপর্ণা বলেন, “আমার জন্য দেশ সবসময় সবার আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকে আমি সবসময় সম্মান করে এসেছি। আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিজেপিকে ধন্যবাদ।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ