কলকাতা 

ওঠো-জাগো-কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগে থেমো না….. স্বামীজির এই আহ্বান নিয়ে মাধ্যমিক পড়ুয়াদের জন্য অনুসন্ধানের বিশেষ অনলাইন আয়োজন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন : সারাদিন চলার পর যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ …… দৈনন্দিন জীবনের এমন বাস্তবিক অভিজ্ঞতার নানা কথামালা সাজিয়ে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিন আজ দিকে দিকে সমারোহে পালিত হল । বিশেষ কোভিড পরিস্থিতিতে অনুসন্ধান কলকাতার পক্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আরো একবার এদিন অনলাইনে আয়োজন করা হয়েছিল যুব দিবসের বৈকালিক আসর। এই সভার সূচনা ও স্বাগত ভাষণ দেন বিশিষ্ট শিক্ষক ও লেখক ড দেবব্রত মুখার্জী।

এদিনের মুখ্য আকর্ষণ ছিলেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদা পীঠ-এর সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ। সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন তিনি । স্বামীজির উদ্ধৃতি পাঠ করে তিনি ছাত্র-ছাত্রীদের জন্য নানারকম ভাবে অনুপ্রেরণামূলক বক্তব্য দান করেন। তিনি বলেন, স্বামীজি বলতেন, গীতা পাঠের থেকে ফুটবল খেললে স্বর্গের কাছাকাছি পৌঁছানো যায়। এই কথার প্রসঙ্গে তিনি বলেন, এর অর্থ কিন্তু কোনোভাবেই গীতা পাঠকে অনুৎসাহিত করা নয়, বরং শরীর-মন ভালো থাকলে তবেই তার পাঠে মনোযোগ আসবে এবং তখনই গীতা পাঠ বেশি কার্যকর হবে। এভাবেই তিনি ছাত্র সমাজকে আরো বেশি বেশি করে যথার্থ পরিশ্রমের মাধ্যমে স্বামীজির প্রতি অনুসরণের আহ্বান জানান।

Advertisement

অনুসন্ধান কর্তৃক মাত্র কয়েকদিন পূর্বে জাতীয় গণিত দিবস উপলক্ষে প্রকাশ করার কথা ছিল ‘গণিতের আঙিনায়’ নামক ই-ম্যাগাজিন। এদিন এই ম্যাগাজিনের আনুষ্ঠানিক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক এবং গণিতের অধ্যাপক ড.পার্থ কর্মকার। তিনি বলেন গণিতের প্রতি আগ্রহ ও উৎসাহ যত বাড়বে জীবনের ব্যাপ্তি এবং কর্মক্ষেত্রের পরিধি তত বৃদ্ধি পাবে। সম্প্রতি প্রয়াত গণিতের বিশিষ্ট শিক্ষক অধ্যাপক দিলীপ কুমার সিংহের প্রতি উৎসর্গ করা হয় এদিন এই ম্যাগাজিনখানি।

অনুসন্ধান আয়োজিত প্রতি মাসে অ্যাপটিটিউড টেস্টে সব থেকে ভালো ফল করার জন্য এদিন বিশেষভাবে সম্মাননা জানানো হয় আসন্ন মাধ্যমিকের ছাত্র রাফিদ আমিনকে। সে জানায় এই পরীক্ষা তাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। আগামী দিনে সে অংক নিয়ে পড়াশোনা করতে চায়, সে বিষয়েও সে অনুসন্ধানের কাছে নানাভাবে পরামর্শ এবং সহযোগিতা পাবে বলে আশাবাদী।

এদিন অনুষ্ঠানে স্বরচিত কবিতা ‘বুকে বেদান্ত’ পাঠ করেন বিশিষ্ট শিক্ষক সুশীল মন্ডল। অনেকগুলি সংগীত পরিবেশিত হয় এদিন। পরিবেশন করেন মৈত্রেয়ী সাহু, শাশ্বত রায়, অরিত্রী সাহু। এদিন সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ড. অমলেন্দু বসু। উপস্থিত ছিলেন অধ্যাপক মতিউর রহমান খান, ড. কমল কৃষ্ণ দাস, দেবাশিস দে, সাহাবুল ইসলাম, কৌশিক সাধুখাঁ প্রমূখ। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ