কলকাতা 

SSC : নবম – দশমে শিক্ষক নিয়োগে অনিয়মের দায়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়েক মাস আগে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন বিচারপতি নিজেই। আজ কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার কে অপসারণের নির্দেশ দিল। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগ বেশ কয়েক বছর ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে।

সেই মামলার জেরে আজ হাইকোর্ট বলেছে, স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অতএব নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়মের দায় স্বীকার করে নিয়ে চেয়ারম্যানকে সরিয়ে দেয়া হোক। কলকাতা হাইকোর্টের এই রায় কে এককথায় নজিরবিহীন বলা হচ্ছে। অনেক কিছু কলকাতা হাইকোর্ট বললেও শেষ পর্যন্ত এতটা কড়া পদক্ষেপ ইদানিং নিতে দেখা যায়নি। এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এখন দেখার রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় কিনা।

Advertisement

আজ সোমবারই এসএসসি (SSC) চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ হাইকোর্টের (Kolkata Hoghcourt)। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন চেয়ারম্যানের (SSC Chairman) যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কার্যত ক্ষুব্ধ সিঙ্গল বেঞ্চ। জানানো হয়েছে ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ করেছে হাইকোর্ট।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ