কলকাতা 

Coronavirus : করোনার জেরে বাতিল হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনার জেরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান বাতিল। আগামী ২১ জানুয়ারি মহাজাতি সদনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ট্রাস্টি বোর্ড।

মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে ট্রাস্টি বোর্ডের সভা হয়। সভায় উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, মেয়র ফিরহাদ হাকিম। করোনার প্রভাব কমলে তারপরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান হতে পারে বলে ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিধানসভার সমস্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকও আর হচ্ছে না। বিধায়কদের শিক্ষামূলক পর্যটনও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নির্দিষ্ট সময়সূচী মেনেই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আসলে আগামী দিনে দেশে করোনার প্রভাব আরো বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে। এই আশঙ্কা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান বাতিল করা হলো বলে ওয়াকিবহাল মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ