কলকাতা 

পুরভোটে বুথ দখল ও সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের ,‘ নাচতে না জানলে উঠোন বাঁকা’ কটাক্ষ অভিষেকের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুরভোটে রিগিং হচ্ছে এই অভিযোগে রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করে বিজেপি-কংগ্রেস-বামেরা । ইতিমধ্যে ৭১ নং ওয়ার্ডে সিপিএম প্রার্থী নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন । কারণ প্রার্থীর ছেলেকে মারধোর করা হয়েছে বলে অভিযোগ ।  তাঁর নির্বাচনী এজেন্টের উপর হামলা চালানোরও অভিযোগ রয়েছে। এমনকী, প্রার্থীকে বুথে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে উত্তর কলকাতার কয়েকটি জায়গায় অশান্তি হয়েছে ।

শিয়ালদহের টাকী হাইস্কুলে বোমাবাজি হয়েছে , কংগ্রেস এজেন্ট মারধোর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খান্না হাইস্কুলের সামনেও বোমাবাজি হয়েছে বলে বিরোধীদের অভিযোগ । বড়বাজার এলাকাতেই অশান্তি হয়েছে । এর বিরুদ্ধে একযোগে পথ অবরোধ করে সিপিএম-কংগ্রেস ও বিজেপি ।

Advertisement

আজ ভাবনীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই বিরোধীরা ভোটে বেনিয়মের অভিযোগ তুলেছিলেন। তাঁদের কটাক্ষ করে অভিষেকের বার্তা, “নাচতে না জানলে উঠোন বাঁকা।” এর পরই তাঁর আশ্বাস, “কোনও অশান্তিতে তৃণমূল কর্মীদের যোগ পেলেন ভিডিও ফুটেজ সামনে আনুন, দলীয় স্তরে ব্যবস্থা নেবে দল।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ