জেলা 

শারদ সম্মান সবুজায়ণের বার্তা দেওয়া পুজো মণ্ডপকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আব্দুল আজিম, হুগলি : শারদ উৎসবে যেমন সামিল কচি কাঁচা, বৃদ্ধ বৃদ্ধা থেকে সকল মানুষজন তেমনি সামিল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড পরিবেশ প্রেমী সংস্থা ও। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর উদ্যোগে এই বছর শারদ উৎসবে তারা হাজির হয়েছিল বেশ কিছু পুজো মণ্ডপে। বিশেষ করে যে সব পুজোগুলি সবুজায়ণের বার্তা দিয়েছে, মানুষকে সচেতন করেছে মন্ডপের মাধ্যমে পরিবেশ সম্পর্কে।

সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের বিচারক মন্ডলীর বিচারে এই বছর ২০২১ এর শারদ সম্মান (সেরা পরিবেশ) সম্মান যে সব পুজো কমিটি পেয়েছে সেগুলি হল, তারাপুকুর লেন পুজো কমিটি – শ্রীরামপুর, হুগলি, আপনজন পুজো কমিটি – শ্রীরামপুর হুগলি, ডানকুনি আবাসিক পুজো কমিটি হুগলি,কাজিয়ালপাড়া পুজো কমিটি – রাজারহাট দক্ষিণ ২৪পরগনা, মাদাম বাগান মিলনী সংঘ – শ্রীরামপুর হুগলি, শ্রীরামপুর আটের পল্লী – শ্রীরামপুর হুগলি।

Advertisement

মণ্ডপে উপস্থিত হয়ে স্থানীয় মানুষদের হাতে গাছের চারা তুলে পরিবেশকে সবুজ করে রাখতে এক অনন্য নজির সৃষ্টি করল সংস্থা। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয় প্রতিটি পুজো কমিটির সদস্যদের হাতে।

 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর পক্ষে সেখ মাবুদ আলী, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর ওমেন্স গ্রীন জনের পুনম সাউ ও মিঠু দাস এবং সেখ নবাব প্রমুখ


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ