দেশ 

প্রকাশ্য দিবালোকে অকালি দলের নেতাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা, দেশজুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: আজ শনিবার সকালে পাঞ্জাবের মহালি জেলাতে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা হল অকালি দলের এক যুব নেতা কে। এই ঘটনায় সমগ্র দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে এই পৈশাচিক হত্যাকাণ্ডে দুষ্কৃতীরা প্রায় কুড়ি রাউন্ড গুলি চালায় হলে হলে ঘটনাস্থলেই অকালি দলের যুবনেতা মৃত্যু হয়।সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হত্যার মুহূর্ত। সেই ভিডিও দেখে শিউরে উঠেছেন সকলে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ভিকি মিট্টুখেরা নামের ওই নেতা সেক্টর ৭১-এর মাটোর মার্কেটে নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। তারপরই তারা নাগাড়ে গুলি চালাতে থাকে। সেখানেই লুটিয়ে পড়তে দেখা যায় ওই নেতাকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, অনেকক্ষণ ধরেই তাঁর জন্য অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। তারা মাস্ক পরে ছিল। গুলি চালানোর পরে গাড়িতে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এই আক্রমণ সম্পর্কে পুলিশের ধারনা এই হামলার পিছনে সম্ভবত রয়েছে কোনও পুরনো প্রতিহিংসা। প্রসঙ্গত, অকালি দলের ওই সদস্য পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক সক্রিয় ছাত্রনেতা ছিলেন। ‘স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া’র প্রাক্তন অধ্যক্ষ ছিলেন তিনি।

ভিকির মৃত্যুর পরে পাঞ্জাবের অকালি দলের বর্ষীয়ান নেতা ও দলের মুখপাত্র দলজিৎ সিং জানিয়েছেন, এই ভয়ংকর হামলার ঘটনা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত ছবিটা ফুটে উঠছে। তাঁর কথায়, ”পাঞ্জাবে আইনশৃঙ্খলার যা অবস্থা দাঁড়িয়েছে তাতে কেউই নিরাপদ অনুভব করছে না। দিনেদুপুরে এমন হামলার ঘটনা থেকে বোঝা যাচ্ছে আইনকে দুষ্কৃতীরা আর ভয় পাচ্ছে না।”

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ