কলকাতা 

২০২৪-এ বাম-কংগ্রেস-তৃণমূল একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ? আসল সত্য জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই রাজ্যে কী এবার সিপিএমের সঙ্গে তৃণমূলের জোট হবে ? কারণ ইতিমধ্যে ঠিক হয়ে গেছে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট হতে পারে । এটাই স্বাভাবিক । তা বলে সিপিএমের সঙ্গে তৃণমূলের জোট বিশ্বাসযোগ্য । হতেই পারে । কারণ রাজনীতিতে অচ্ছ্যুত বলে কিছু হয় না । তারপর পূর্বমেদিনীপুরের তমলুকে রবিবার সিপিেএমের এক সভায় বিমান বসুর এক বক্তব্যকে ঘিরে এমনই সম্ভাবনা প্রবল হয়েছে ।

তিনি রবিবার তমলুকে সিপিএম নেতা নির্মল জানার স্মরণসভায় বলেন, ‘‘একাধিক বার নয়, সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহু বার ঘটেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা হোক বা কচ্ছ থেকে কোহিমা, আন্দোলনের প্রশ্ন দেখা দিলে বিজেপি-বিরোধী সব শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা।’’

Advertisement

অন্য দিকে, ভোট পরবর্তী পর্যায়ে অতীত সরিয়ে রেখে সিপিএম-এর উদ্দেশে ‘বন্ধুতা’র বার্তা দিতে দেখা যায় তৃণমূলকেও। শূন্য পাওয়া সিপিএম বিধানসভায় থাকলে ভাল হতো বলে মন্তব্য করেন খোদ মমতা। শুধু তাই নয়, বিধান পরিষদ গড়ার সপক্ষে সওয়াল করতে গিয়েও সিপিএম-এর কথা উঠে আসে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। তাঁর যুক্তি ছিল, নির্বাচনে শূন্য আসন পেলেও, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য বিধান পরিষদে সিপিএম-এর থাকা প্রয়োজন।

তার পরই খোদ বিমান তৃণমূলের সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে জোট গড়ার ‘বার্তা’ দিলেন। যে সময় বিমান এই বার্তা দিলেন, সেটিও যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট যে এককাট্টা হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । কারণ বামেরা্ও বৃহত্তর স্বার্থে তৃণমূলের সঙ্গে জোট করতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়ে দিল । এথেকে স্পষ্ট আগামী দিনে বাম-কংগ্রেস ও তৃণমূল এক জোট হয়ে লোকসভায় লড়াই করার সম্ভাবনা প্রবল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ