কলকাতা 

করোনার তৃতীয় ঢেউ আসন্ন রাজ্যগুলিকে কড়া বিধি নিষেধ জারি করার নির্দেশ দিল কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগষ্ট থেকে অক্টোবরের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা সর্তক বার্তা দিয়েছেন। সেই বার্তাকে মেনে নিয়ে কেন্দ্র সরকার রাজ্যগুলিকে আরও কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে । মহামারি আইন অনুসারে বিধি কার্যকর করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র । কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে করোনা বিধি লাগুতে কোনো রকম শিথিলতা মেনে নেওয়া যাবে না কড়া নির্দেশ দিয়েছে ।

ওই নির্দেশে বলা হয়েছে করোনার তৃতীয় ঢেউ কয়েক সপ্তাহের মধ্যে ভারতে আসতে পারে তাই এখন থেকে সর্তক থাকতে হবে । জনবহুল জায়গায় যাতে জনা সমাগম বেশি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে । টিকাকরণে জোর দিতে হবে । মহামারি যাতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে সর্তক থাকতে হবে । কেন্দ্রের এই চিঠি আসার পরেই নবান্ন আরও কড়া অবস্থান নিতে চলেছে ।

Advertisement

জানা গেছে, টিকাকরণ সব মানুষের কাছে না পৌছানো পর্যন্ত এখনই স্কুল-কলেজ খোলার চিন্তাভাবনা করছে না রাজ্য সরকার । বাসগুলিতে বেশি যাত্রী না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে রাজ্য সরকারগুলিকে । কেন্দ্র চিঠিতে বলেছে, মহামারি আইন কার্যকর করার ক্ষেত্রে কোনোরূপ শিথিলতা মেনে নেওয়া হবে না । কোনো শিথিলতা দেখা গেলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ