আন্তর্জাতিক 

‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদি’ বলে কথিত হাফিজ সাঈদের বাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত হাফেজ সাইদের এর বাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ হয় বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের লাহোর শহরের জহর টাউন এলাকায় সাইদের বাড়ির সামনে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে বেশ কয়েক জন মারা গেছে বলে জানা গেছে ১৫জন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার সকালে এই ভয়াবহ বিস্ফোরণে এলাকার মানুষের মনে আতঙ্ক দেখা দেয়। হাফিজ সাঈদের বাড়ির চারদিকে অন্যান্য বাড়িগুলোর বিস্ফোরণের তীব্রতায় জানলার কাঁচ ভেঙে যায়।পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর সূত্রানুসারে জানা যাচ্ছে, ওই বিস্ফোরণে দু’জনের মৃত্যুও হয়েছে।

Advertisement

তবে এই বিস্ফোরণের পিছনে কারা রয়েছে তা এখনো পরিষ্কার হয়নি কোন কোন সংবাদমাধ্যম বলছে গ্যাসের পাইপ লাইন কেটে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না আন্তর্জাতিক সন্ত্রাসবাদি সাঈদ।

একটি বিশেষ সূত্র বলছে, বিস্ফোরণের সময় বাড়িতে ছিল না সাইদ। জানা গিয়েছে, ওই এলাকায় বহু হাসপাতাল, শোরুম ও ব্যাংক রয়েছে। এদিনের বিস্ফোরণের আগেই ভগবানপুরায় বিস্ফোরণের ভুয়ো কল পায় পুলিশ। সেই কারণে সাইদের বাড়ির সামনে বিস্ফোরণের সত্যতা নিয়ে সন্দেহ থাকায় প্রথমে পাত্তা দিতে চায়নি পুলিশ। ইচ্ছে করে পুলিশকে দ্বিধায় রাখতেই এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।

পাক সংবাদ চ্যানেল ‘জিও টিভি’র সূত্র জানাচ্ছে, গাড়িতে করেই ওই বিস্ফোরক আনা হয়েছিল। আর সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় চার ফুটের গর্ত হয়ে গিয়েছে। মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। আরও কেউ ধ্বংসস্তূপের ভিতরে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে কড়া নজরদারি। তথ্যসূত্র ডিজিটাল সংবাদ প্রতিদিন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ