দেশ 

যোগীর ঘনিষ্ঠ আমলাকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করলো কেন্দ্র, দেশজুড়ে বিতর্ক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলে থাকে। বিভিন্ন সময় বিজেপির হয়ে কাজ করার অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে।

এবার সেই বিতর্ক কে আরো বেশি করে সামনে নিয়ে এলো নতুন নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে একজন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা অবসর নিয়েছিলেন। নির্বাচন কমিশনারের সেই শূন্যপদে এবার নিয়োগ হলেন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর ঘনিষ্ঠ আমলা বলে পরিচিত অনুপ চন্দ্র পান্ডে। আর এই নিয়োগের কথা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। বিরোধীদের অভিযোগ নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার লক্ষ্যেই মোদি সরকার এ কাজ করে চলেছে।

Advertisement

উল্লেখ্য ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগে এইভাবে যোগীর ঘনিষ্ঠ আমলাকে নির্বাচন কমিশনের সদস্য করে বিজেপি আসলে দেশের সামনে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকের সম্মানকে খাটো করলো।

ইতিমধ্যে অনুপ পাণ্ডের নিয়োগ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যসচিবকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ কি যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সাম্প্রতিক ঘটনাবলীর জেরে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে। সামনে এসেছে কমিশনের অন্দরের মতান্তর।” এই পরিস্থিতিতে সমস্ত বিতর্কে কি জল ঢালতে পারবেন অনুপ পাণ্ডে, সেদিকেই তাকিয়ে দেশের আমলা ও রাজনৈতিক মহল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 5 =