কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শঙ্খ ঘোষ শুধু অধ্যাপক-কবি কিংবা সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন এ-বাংলার জাগ্রত বিবেক , তাঁর মৃত্যুতে গভীর শুন্যতার সৃষ্টি হলো

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : জন্মগ্রহন করেছিলেন অবিভক্ত বাংলায়। অধুনা বাংলাদেশের চাঁদপুরে । ১৯৩২ সালে । আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। মূলত শঙ্খ ঘোষ নামে তিনি কবিতা লিখতেন ।  প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।
বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন । তিনি পরবর্তীকালে দিল্লি বিশ্ববিদ্যালয়, সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন।

১৯৬৭ সালে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক লেখক কর্মশালায় যোগ দেন। বহু পুরস্কারে সম্মানিত। ১৯৭৭-এ ‘মূর্খ বড়, সামাজিক নয়’ কাব্যগ্রন্থের জন্য নরসিংহ দাস পুরস্কার, ওই বছরই ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান শঙ্খবাবু।
১৯৮৯ সালে ‘ধুম লেগেছে হৃদকমলে’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’-এর জন্য সরস্বতী পুরস্কার পান। ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার।
১৯৯৯ সালে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম সম্মানে এবং ২০১১-য় ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত।কবিতার পাশাপাশি রবীন্দ্রচর্চাতেও প্রসিদ্ধি। ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’ তাঁর উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। প্রাবন্ধিক হিসেবেও সুবিদিত। ‘শব্দ আর সত্য’, ‘উর্বশীর হাসি’, ‘এখন সব অলীক’ উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।

Advertisement

তিনি শুধু একজন অধ্যাপক বা কবি সাহিত্যিকই ছিলেন তিনি ছিলেন পশ্চিমবাংলার বিবেক । স্বাধীনতার পর যে কয়েকটি গণআন্দোলন সংঘটিত হয়েছিল তাতে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছিলেন । যেখানে অন্যায় অবিচার সেখানেই তিনি প্রতিবাদ করেছেন রাস্তায় কিংবা কখনও কলম ধরে । কোনো সময়ই তিনি মুখ বুজে শাসকের অন্যায় সহ্য করেননি । সম্প্রতি সিএএ এনআরসি বিরোধী আন্দোলনকেও তিনি সমর্থন করেছিলেন, ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কবিতা লিখেছিলেন । সেই মহান দেশপ্রেমিক -মানবতাবাদী কবির প্রয়াণে বাংলার জনরবও শোকাহত । তাঁর মৃত্যুতে বাংলা হারাল এক জাগ্রত বিবেককে । ভারত হারাল এক কৃতি সন্তানকে । আজ বাংলাভাষীদের কাছে শোকের দিন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 5 =