জেলা 

 বাংলাশ্রী বাস রাজপথে, খুশি দক্ষিণ দিনাজপুরবাসী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

দক্ষিন দিনাজপুরঃ গত শুক্রবার রাতে বালুরঘাট থেকে শুরু হল সরকারি বাংলাশ্রী বাস পরিষেবা। যাত্রী স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখে অত্যাধুনিক এই বাস চালুর পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। দিন কয়েক আগে এই প্রকল্পের সূচনা করা হলেও শুক্রবার বালুরঘাট থেকে প্রথম কলকাতা যাত্রা শুরু হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা থেকে এই গাড়িটি বালুরঘাট ডিপোতে এসে পৌঁছায়। পশ্চিমবঙ্গ সরকারের ভূতল পরিবহন নিগমের অধীনে বালুরঘাট থেকে প্রতিদিন রাত ৮টা নাগাদ এই বাস রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। ৫০ আসনের ভলভো এই গাড়িটির ভাড়া ৯৪৫ টাকা। একটি বেসরকারি টিকিট বিক্রেতার কাছ থেকে টিকিট বুকিং করা যাবে।  এই বাস যাত্রী পরিষেবার নয়া দিগন্তের সূচনা হয়েছে । এর ফলে সাধারণ মানুষের মনে খুশি লক্ষ্য করা যাচ্ছে। বালুরঘাটের বাসিন্দারা বটেই সমগ্র জেলার বাসিন্দারা এতে উপকৃত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বাংলাশ্রী চালু করে সড়ক পথের যোগাযোগকে আরও মসৃণ করেছে বলে জেলাবাসীদের অভিমত।

প্রসঙ্গত, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বালুরঘাট ডিপো থেকে ছোট, মাঝারি এবং দূরবর্তী রুটে মোট ৩৬টি বাস পরিষেবা রয়েছে । এর মধ্যে দূরবর্তী বালুরঘাট কলকাতা রুটে সকালে তিনটি এবং রাতে দুটি বাস চলে প্রতিদিন। এর সঙ্গে এবার চলাচলা শুরু করল অত্যাধুনিক ভলভো। তবে একমাত্র এই পরিষেবা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ডাব্লুবিটিসির অধীনে।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 5 =