কলকাতা 

আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর আহ্বান আসলে করোনা প্রতিরোধের নামে প্রধানমন্ত্রীর নতুন চমক যা চূড়ান্তভাবে বিজ্ঞান বিরোধী : এসডিএফ 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্মৃতি সামন্ত : আজ রবিবার রাত ৯টায় আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর যে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার তীব্র সমালোচনা করেছে এসডিএফ । এই প্রসঙ্গে SDF এর সাধারণ সম্পাদক ডা: সজল বিশ্বাস এক বিবৃতিতে বলেন ” সারা বিশ্বের সাথে আমাদের দেশেও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে,যা গোটা মানব জাতির ক্ষেত্রে অত্যন্ত বিপদজনক। এর বিরুদ্ধে দরকার যুদ্ধকালীন তৎপরতায় বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ নেওয়া। community based active surveillance & hospital based passive surveillance ও প্রয়োজন মত test এর ব্যবস্থা এবং নিয়ম মেনে quarantine /isolation এর ব্যবস্থা করা।বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলে তাদের মধ্যে যাদের ICCU এ রেখে চিকিৎসা এবং Ventilator দরকার তার আগাম পরিকল্পনা করা। করোনা পরীক্ষার ক্ষেত্রে সারা বিশ্বে যেখানে প্রতি মিলিয়ন জনসংখ্যা পিছু ২০ থেকে ৩০ হাজার টেষ্ট হয়েছে; সেখানে আমাদের দেশে হয়েছে মাত্র ১০.৫ টি। যা আমাদেরকে ভয়ঙ্কর পরিনতির দিকে ঠেলে দেবে।

আমরা শ্রী মোদীর ভাষণে হতাশ কারন আমরা ভেবেছিলাম তিনি করোনা প্রতিরোধে উপরোক্ত বিষয় গুলি যাতে ভালোভাবে হতে পারে সে কথা তিনি ঘোষণা করবেন। প্রয়োজনীয় পরীক্ষা কিটসের জোগান বাড়ানোর কথা বলবেন। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের PPE, Mask, Gloves ইত্যাদি অত্যাবশ্যকীয় সরঞ্জাম বিদেশে রপ্তানি না করে দেশের মধ্যে এর জোগান বাড়ানো এবং আমদানির কথা বলবেন।

Advertisement

কিন্তু  তিনি এসব কিছুই না বলে ৫ এপ্রিল রাত ৯ টার সময় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর কথা বললেন। যার সাথে বিজ্ঞানের কোনো যোগই নেই। উপরন্তু  আমরা উদ্বিগ্ন যেভাবে গত ২২ মার্চ তার ডাকে জনগন তালি/থালা/কাসর বাজাতে গিয়ে একসাথে অনেকে জড়ো হওয়ার ফলে স্বাস্থ্যবিধি ভীষণ ভাবে লঙ্ঘিত হয়েছিল, আগামী ৫ এপ্রিল আবারও সেই ঘটনার পূনরাবৃত্তি না ঘটে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × five =