কলকাতা 

উচ্চ-প্রাথমিকে ননট্রেন্ডদের নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ ; খুব শীঘ্রই কী সুখবর মিলবে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  গতকাল ১২ ই মার্চ ২০২০  শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে স্মারকলিপি জমা দেন। উচ্চ প্রাথমিকে গেজেট অনুযায়ী যে সব সিটে পর্যাপ্ত পরিমাণে ট্রেন্ডপ্রার্থী পাওয়া যায়নি সেখানে সুযোগ দিতে হবে ননট্রেন্ডদের। মইদুল বাবুর বক্তব্য মাননীয়া মুখ্যমন্ত্রী শোনার পর ওএসডি ডিপারমেন্ট অনস্পট অফিসার দেবজ্যোতিবাবুকে উচ্চপ্রাথমিক বিষয়টার দায়িত্ব দিলেন। ননট্রেন্ডদের সমস্যা নিয়ে ওনার কাছে যেতে বলেন।

মুখ্যমন্ত্রীর কথামতো ১.৩০ মিনিট নাগাদ দেবাশীষ মুদি ও গার্গী মুদি যোগ্য ননট্রেন্ড পদপ্রার্থী  স্বশরীরে উপস্থিতিতে তাদের বিষয়টি দেবজ্যোতি বাবুকে অবগত করেন এবং স্মারকলিপি জমা দেন। দেবজ্যোতিবাবুকে এই যোগ্য ননট্রেন্ড পদপ্রার্থীরা বলেন ২০১৫ সালের ট্রেন্ড ও ননট্রেন্ড উভয়কেই পরীক্ষা নেওয়া হয়েছিল শিক্ষক পদে নিয়োগের জন্য এবং সেই মতো গেজেট নোটিফিকেশন অনুযায়ী আগে ট্রেন্ডপ্রার্থী অগ্রাধিকার পাবে এবং ট্রেন্ডদের অগ্রাধিকার দেওয়ার পর সাবজেক্ট ও ক্যাটাগরিতে ট্রেন্ডপ্রার্থী যদি না পাওয়া যায় তখন ননট্রেন্ডদের সুযোগ দিতে হবে।

Advertisement

এমতাবস্থায় এসএসসি ওয়েবসাইটে মেরিট লিস্ট ও ভ্যেকেন্সি লিস্ট প্রকাশিত হয় সেখানে দেখতে পাওয়া যায় অনেক সাবজেক্টে ও ক্যাটাগরিতে পর্যাপ্ত পরিমাণে ট্রেন্ডপ্রার্থী পাওয়া যায়নি ।তাহলে গেজেট নোটিফিকেশন অনুসারে ওই সাবজেক্ট ও ক্যেটাগরিতে যোগ্য ননট্রেন্ডদের সুযোগ দেওয়ার কথা ছিল কিন্তু এই যোগ্য ননট্রেন্ডদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেও ইন্টারভিউ থেকে বঞ্চিত থাকে এবং দেবজ্যোতিবাবু বিষয়টি সবকিছু শুনলেন এবং তিনি আশ্বস্থ করলেন এই বিষয় বা স্মারক লিপিটি স্কুল শিক্ষা দপ্তরের বিষয় তাই উনি স্কুল শিক্ষা দপ্তরকে এই স্মারক লিপিটি করে ফরয়ার্ড করে দেবেন এসএসসি। এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর যা ব্যবস্থা গ্রহণ করবেন ওখান থেকে করা হবে বলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + twenty =