দেশ 

দিল্লিতে অধীর চৌধুরির বাংলোতে হামলা দুস্কৃতিদের , তদন্তে পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে শুধু নাগরিক নয় , লোকসভার ভেতরে গতকাল কংগ্রেস সাংসদ হেনস্থার শিকার হয়েছিলেন । আবার আজ মঙ্গলবার দিল্লিতে হামলা শিকার হল খোদ কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরির বাড়ি ।

বহরমপুরের সাংসদ তখন বাড়িতে ছিলেন না। কিন্তু বাড়ি সংলগ্ন কার্যালয়ের কর্মীদের এবং অধীরের এক পরিজনকে হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে খবর। ঘটনার তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস।

Advertisement
নয়াদিল্লির সি-১/৪ হুমায়ুন রোডের যে বাংলোয় লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী থাকেন, তার সঙ্গে অধীরের একটি অফিসও রয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাড়ি সংলগ্ন সেই অফিসেই হামলা হয়েছে। তিন-চার জন দুষ্কৃতী আচমকা গালিগালাজ করতে করতে অধীরের বাংলো চত্বরে হাজির হয় বলে জানা গিয়েছে।

প্রথমে তাদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু তারা জোর করে অধীরের অফিসটিতে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেই অফিসে যে কর্মীরা তখন ছিলেন, তাঁদের সঙ্গে এই দুষ্কৃতীরা হাতাহাতি শুরু করে দেয় বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।হাতাহাতিতেই থামেনি হামলাকারীরা। লোকসভার কংগ্রেস দলনেতার অফিসে বেশ কিছু ফাইল এবং কাগজপত্র তারা নষ্ট করেছে বলে অভিযোগ। যাওয়ার সময়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে বলেও খবর। শুধু কর্মীরা নন, অধীর চৌধুরীর এক পরিজনও এ দিন হেনস্থার মুখে পড়েছেন বলে জানা গিয়েছে।

হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক দলের হাত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ । এদিকে, প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের ব্যর্থতা নিয়ে । অধীর চৌধুরি মত হেভিওয়েট নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তায় এতটা কেন ফাঁক ? যেখানে কপিল মিশ্রার মত একজন প্রাক্তন বিধায়ক উস্কানিমূলক মন্তব্য করার পরও তার বিরুদ্ধে এফআইআর না করে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে সেখানে বিরোধী নেতার বাড়িতে হামলা হচ্ছে খোদ রাজধানী শহরে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − seventeen =