জেলা 

আল-আলম মিশনের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

হুগলি জেলার আরামবাগ আল আলম মিশনের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো । এই দিনের অনুষ্ঠানে মিশনের মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপককে , মিশনের বার্ষিক পরীক্ষার ভিত্তিতে প্রথম , দ্বিতীয় ও তৃতীয়কে এবং মিশনের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার প্রথম , দ্বিতীয় ও তৃতীয়কে পুরষ্কৃত করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের সম্মানীয় মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব । তিনি বলেন “মুসলমান বা হিন্দু কেউ একা একা জিততে পারবে না , জিততে হলে দুজনকে একসঙ্গে চলতে হবে । যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখানে হিন্দুরা তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে আর যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে মুসলিমরা তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে , তবেই সুন্দর সমাজ গড়ে উঠবে ।”

তিনি আরও বলেন “প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তারা ছাত্রদের পরিপাটি শেখাবেন । এই পরিপাটি আমাদের অনেক অনেক গুণে বাড়িয়ে দেবে । শিক্ষার সাথে সাথে পরিপাটির উপর গুরুত্ব দিতে হবে । তার সাথে সাথে ছাত্রদের কথা বলার সুযোগ দিতে হবে , তর্ক বিতর্ক এর সুযোগ , লেখনীর সুযোগ দিতে হবে , তবেই মেধার বিকাশ হবে । সুনাগরিক গড়ে উঠবে ।”
এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা , আরামবাগ পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নন্দী , আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া , আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য দীপক মাঝি , বিশিষ্ট শিক্ষাবিদ সেখ হাসান ইমাম , আরামবাগ ব্যবসায়ী সমিতির সভাপতি ব্রজমোহন কুন্ডু , রতনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কৌশিক দাস , রায়না হাই স্কুলের প্রধান শিক্ষক কোরবান খান , পীরনগর হুজুরের ছোট ছেলে আব্দুল কাশেম , হুগলি জেলা বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি আবরার সাঈদী , সমাজসেবী ও কে জি এন মার্বেলের কর্ণধার হাজী সিরাজুল হক , হুগলি জেলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সম্পাদক এহেতেশেমান মামুন , সমাজসেবী চয়ন আহম্মদ , প্রধান শিক্ষক আসগর ইমাম , আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আব্দুর সবুর সহ বিশিষ্টজনরা । আল আলম মিশনের ইমাম হাফেজ সেখ জুলফিক্কর এর পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের সভাপতি হাজী সেখ সিরাজুল আলম । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের সাধারণ সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দীক ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 4 =