দেশ 

বিজেপি শাসিত রাজ্যেও এনপিআর-এনআরসি বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ , তামিলনাড়ু , পঞ্জাব , কেরলের পথকে অনুসরণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । তবে একই সঙ্গে তিনি এনপিআর ও এনআরসি বিরুদ্ধে বিহার বিধানসভায় প্রস্তাব পাশ করালেন ।প্রস্তাবের মূল বিষয়, রাজ্যে এনআরসি কার্যকর করা হবে না এবং বিহার সরকারের শর্ত মানলে তবেই এনপিআর কার্যকর করা হবে এনপিআরএর ফর্ম থেকে আপত্তিকর অংশগুলি বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন বলে বিধানসভায় জানিয়েছেন নীতীশ

মঙ্গলবার অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিহার বিধানসভা। সিএএ, এনআরসি, এনপিআরএর উপর মুলতুবি প্রস্তাব আনেন আরজেডি নেতা তথা বিরোধী দলনেতা লালুপুত্র তেজস্বী যাদব। স্পিকার বিজয় কুমার চৌধুরী সেই প্রস্তাব গ্রহণ করেন। অন্য দিকে, অধিবেশনের শুরু থেকেইকালা কানুনস্লোগান দিতে শুরু করেন আরজেডিসহ বিরোধী দলের বিধায়করা

Advertisement

এতে উত্তেজিত হয়ে ওঠেন বিজেপির মন্ত্রী নন্দকিশোর যাদব, বিজয় কুমার সিনহাসহ বিধায়করা। তাঁরাও বিরোধীদের ওই স্লোগানের তীব্র প্রতিবাদ করে হই হট্টগোল শুরু করেন। প্রশ্ন তোলেন, ‘‘সংসদ কি তা হলে কালা কানুন পাশ করেছে?’’ আবার বিরোধীরাও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জবাব দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। দুপক্ষের এই হইচইয়ের মধ্যেই অধিবেশন মুলতুবি হয়। তার পর ফের অধিবেশন শুরু হলে হই হট্টগোলের মধ্যেই জবাব দেন নীতীশ

নীতীশ কুমার আগেই জানিয়েছিলেন, তাঁর রাজ্যে এনআরসি কার্যকর করতে দেবেন না। পাশাপাশি এনপিআরএ্রর আপত্তিকর অংশগুলি বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। আজ সেই দুই প্রস্তাবই পাশ হয়েছে বিধানসভায়। এনপিআরএর ক্ষেত্রে ২০১০ সালের যে ফর্ম ছিল, সেই ফর্মেই সামান্য সংশোধন করে কার্যকর করার দাবি জানিয়েছেন নীতীশ। মঙ্গলবার বিধানসভায় তিনি জানিয়েছেন, রাজ্যের এই অবস্থান জানিয়ে কেন্দ্রকে চিঠিও লিখেছেন

এতদিন এনপিআর ও এনআরসি নিয়ে যেসব রাজ্যগুলি বিধানসভায় প্রস্তাব পাশ করেছে তারা সবাই বিরোধী দলের। বিহার একমাত্র রাজ্য যেখানে নীতিশ কুমারের মূল জোট সঙ্গী হল বিজেপি । সরকারের শরীক হওয়া সত্ত্বে কেন্দ্রের বিজেপি সরকারের পাশ করা আইনের প্রস্তাব নিচ্ছে বিহার । এটাই অনন্য নজীর হয়ে থাকবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =