দেশ 

আগামী মাসে কমতে পারে রান্নার গ্যাসের দাম আশ্বাস মন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণেই এলপিজির দাম বাড়াতে হয়েছে । আগামী মাসে আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাস দাম কমে গেলে এখানেও দাম কমবে বলে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী । বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী মাসে কমতেও পারে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম কেন্দ্রীয় তেল প্রাকৃতিক গ্যাস তথা ইস্পাত মন্ত্রী দুদিনের ছত্তিসগড় সফরে এসে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন

এলপিজি সিলিন্ডারের ক্রমশ বাড়তে থাকা দাম সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে প্রধান বলেন, “একথা সত্যি নয় যে এলপিজি দাম ক্রমাগত বাড়ছে। চলতি মাসে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার ফলে আমাদের দেশেও দাম বেড়েছে। তবে যা আভাস পাওয়া যাচ্ছে, তাতে সামনের মাসে দাম কমতেও পারে।

Advertisement

মন্ত্রী আরও বলেন যে, শীতকালে এলপিজি ব্যবহার এবং চাহিদা বেড়ে যাওয়ার ফলে চাপ সৃষ্টি হয় উৎপাদনের ওপর। সামনের মাসে এই চাপ কিছুটা কমলে সিলিন্ডারের দামও কিছুটা হ্রাস পাবে বলে মনে করছেন তিনি

গত সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ভারতে জুড়ে গড়ে এক ধাক্কায় গড়ে প্রায় ১৫০ টাকা দাম বেড়ে যায় রান্নার গ্যাসের তবে গৃহস্থকে কিছুটা রেহাই দিতে সরকার সিদ্ধান্ত নেয়, প্রায় দ্বিগুণ করে দেওয়া হবে সিলিন্ডার পিছু সরকারি ভর্তুকি, যাতে কার্যত রান্নার গ্যাসের জন্য প্রায় একই দাম দিতে হয় ব্যবহারকারীদের

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + 18 =