দেশ 

গুয়াহাটিতে ক্যাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু তিন , বিজেপি বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দিল আন্দোলনকারীরা , গণআন্দোলনে ফুঁসছে অসম-ত্রিপুরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর আরও উত্তাল হয়ে উঠল অসমের রাজধানী গুয়াহাটি । এদিন আন্দোলনকারীদের মধ্যে পুলিশের গুলিতে তিন জন মারা গেছে বলে অভিযোগ উঠেছে । গুলিবিদ্ধ হয়ে ওই তিন বিক্ষোভকারী গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে বলে খবর এদিকে, গুয়াহাটির পাশাপাশি শিলংয়েও কার্ফু জারি করা হয়েছে

এদিকে, চাবুয়ায় বিজেপি বিধায়ক বিনোদ হাজারিকার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। একটি সার্কেল অফিসেও আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসম গণ পরিষদের সদর দফতরে হামলা চালানো হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর

Advertisement

এদিকে, গুয়াহাটির লালুংগাঁও এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা পরিস্থিতি সামলাতে গুলি চালায় পুলিশ ঘটনায় কমপক্ষে জন জখম হয়েছে বলে জানা যাচ্ছে বুধবার থেকে গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে পরিস্থিতি সামলাতে সে রাজ্যে সেনা নামানো হয়েছে পাশাপাশি আসামের ১০ জেলায় আরও ৪৮ ঘণ্টায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যবাসীর কাছে আর্জি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল

এদিকে, আসামের পাশাপাশি ক্যাব বিরোধিতায় উত্তাল ত্রিপুরাও। পুলিশি অত্যাচারের প্রতিবাদে এদিন ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে যুব কংগ্রেস। বুধবার ক্যাব বিক্ষোভে শামিল হয় যুব কংগ্রেস। সেদিন ১৩১ জন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে বলে খবর। এদিনের বনধে মিশ্র প্রভাব পড়েছে সে রাজ্যে। সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা স্বাভাবিক ছিল বলেই খবর


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + eleven =