দেশ 

নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিল ; কেন খারিজ করল জানতে চান ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জাতীয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত নির্বাচন গুলিতে আর ব্যালট পেপারে ভোট নেওয়া হবে না জানিয়ে দিল নির্বাচন কমিশন । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইভিএমে কারচুপির অভিযোগ এনে বিরোধীরা দাবি করেছিল ব্যালটে ভোট করানোর । এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন । মুখ্যমন্ত্রীর সেই দাবি খারিজ করে দিয়ে কমিশন জানিয়েছে ব্যালট এখন অতীত ; ইভিএমেই ভোট হবে ।

প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকট্রনিক ভোটিং মেশিনের জায়গায় ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবি সমূলে খারিজ করে দেন। তিনি বলেন, পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনও প্রশ্নই আসে না। ভোট হবে ইভিএমেই।

Advertisement

অরোরা বলেন, ব্যালট পেপার ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে বারবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই আমরাও ব্যালট পেপারের যুগে ফিরে যাচ্ছি না। ব্যালট পেপারে ভোট আমাদের কাছে অতীত, বর্তমান ইভিএমই। বর্তমান মেনেই ভবিষ্যতের কাজ হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − four =