কলকাতা 

আগামী ১০ দিন মুকুল রায়কে গ্রেফতার করতে পারবে না কলকাতা পুলিশ জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট , স্বস্তিতে বিজেপির কেন্দ্রীয় নেতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে জামিনের আবেদন করেছিলেন মুকুল রায় দিল্লি হাইকোর্টে । সেই আবেদন আজ দিল্লি হাইকোর্ট মনজুর করেছে।

অনেকটাই স্বস্তিতে মুকুল রায়। তাঁকে ১০ দিন কলকাতা পুলিশ গ্রেফতার করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। ২০১৮ সালের একটি প্রতারণা মামলায় দিন দুয়েক আগে মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যাঙ্কশাল আদালতের মুখ্য নগর দায়রা বিচারক।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, ২০১৮-র ৩১ জুলাই বড়বাজার থানায় প্রতারণা ও দুর্নীতি সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর এক সরকারি কর্মীর কাছ থেকে ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। সেই মামলার তদন্তে মুকুল রায়ের নাম উঠে আসে বলে দাবি কলকাতা পুলিশের। ১৬০ ধারায় জিজ্ঞাসাবাদের জন্য মুকুল রায়কে গত ডিসেম্বরে নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ। ওই নোটিশ অনুযায়ী, মুকুল রায় হাজির না হওয়াতেই ব্যাঙ্কশাল আদালতে আবেদন করে কলকাতা পুলিশ। এরপরেই মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তবে মুকুল রায় এখন দিল্লির বাসিন্দা। তাঁর নাম রয়েছে দিল্লির ভোটার তালিকায়। দিল্লি গিয়ে কলকাতা পুলিশ জিজ্ঞসাবাদ করলে তিনি সহযোগিতা করবেন বলেও জানান বিজেপির জাতীয় কর্মসমিতির ওই নেতা।

এদিন দিল্লি হাইকোর্টও একই কথা জানিয়েছে। ১০ দিনের জন্য মুকুল রায়কে গ্রেফতার নয় বলে জানানো হয়েছে আদালতের তরফে। শুক্রবার ওই মামলার তদন্তকারী অফিসার মুকুল রায়ের দিল্লির বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলেও জানানো হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − 3 =