কলকাতা 

রাজ্যের পুরোহিতদের ভাতা দিতে চলেছে সরকার বিধানসভায় ইঙ্গিত ফিরহাদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইমাম, মোয়াজ্জেমদের পর পুরোহিতদের ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার । আজ বিধানসভায় এই ইঙ্গিত দেন পুর ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

আজ বুধবার বিধানসভায় ফিরহাদ হাকিম বলেন, ‘ওয়াকফ বোর্ডের মত সব মন্দিরে ট্রাস্ট এক হলে কমিটি বা বোর্ড গঠন করা যেতে পারে। সব ট্রাস্ট এক হলে পুরোহিত ভাতা প্রদান করা যেতে পারে। সে ক্ষেত্রে রাজ্য সরকারের ভাতা প্রদান করতে কোনও সমস্যা নেই।’

Advertisement

আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এহেন ইঙ্গিতে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। রাজনৈতিকমহলের একাংশের মতে, রাজ্যে ক্রমশ গেরুয়া ঝড় উঠতে শুরু করেছে। তোষণের রাজনীতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত এই ইস্যুকে সামনে রেখেই ক্রমশ বঙ্গে এগিয়ে যাচ্ছে বিজেপি।

ইতিমধ্যে অগ্রদানী ব্রাক্ষ্মণদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে আগে জানিয়ে ছিলেন, অগ্রদানী ব্রাক্ষ্মণরা পুজো করেন তারা মড়া পোড়ানোর সঙ্গে যুক্ত থাকেন । তারা খুব গরীব হন । তারা পুজো করার সঙ্গে যুক্ত থাকেন না । আবার অগ্রদানী ব্রাহ্মণ হিসেবে শ্রাদ্ধের কাজেও যান এঁরা। রোজগার কম বলে অভাবেই দিন কাটে তাঁদের। সেই কারণে তাঁদের পাশে দাঁড়াতেই পুর প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

তার কথায়, ‘‘এক-একটি শেষকৃত্যের জন্য পুরসভার পক্ষ থেকে ওই ব্রাহ্মণদের ৩৮০ টাকা করে দেওয়া হবে।’’ এবার রাজ্যের সমস্ত পুরোহিতদের বিশেষ ভাতা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − thirteen =