জেলা 

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাটপাড়া ; গ্রেফতার মূল অভিযুক্ত অজয় রায় ; শান্তি প্রতিষ্ঠার দাবিতে মিছিলে হাঁটবেন সেলিম-বিমান , থাকবেন সোমেন মিত্রও

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভাটপাড়া কান্ডে মূল অভিযুক্ত অজয় রায়কে ছত্তিসগড়ের রায়পুর থেকে গ্রেফতার  করা হয়েছে । সোমবার নবান্নে এই খবর জানিয়েছেন রাজ্য পুলিসের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। একই সঙ্গে তিনি জানিয়েছেন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাটপাড়া।

এদিন জ্ঞানবন্ত আরও জানিয়েছেন, ভাটপাড়া হিংসায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রায়পুর থেকে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত অজয় রায়। মঙ্গলবার থেকে এলাকায় স্কুল-কলেজ দোকানপাট সব খুলবে। কোনও পক্ষ শান্তি চাইলে তাদের সঙ্গে বৈঠকে প্রশাসন।

Advertisement

এদিকে , ভাটপাড়া ইস্যুতে আবার কংগ্রেস-সিপিএম এক হতে চলেছে । আগামী কাল মঙ্গলবার ভাটপাড়ায় শান্তি মিছিল করবে সিপিএম । সেই মিছিলে অংশ নিতে চলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র । লোকসভা ভোটের পর এই প্রথম আবার এক সঙ্গে কোনো মঞ্চে দেখা বাম ও কংগ্রেস নেতৃত্বকে ।

জগদ্দল স্টেশন থেকে শান্তি মিছিল বের  করবে বামেরা ; সেই মিছিল ভাটপাড়া পেরিয়ে কাঁকিনাড়া পর্যন্ত যাবে বলে জানা গেছে । এই মিছিলে হাঁটবেন মহম্মদ সেলিম ও বিমান বসু। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকেও। শান্তি মিছিল শেষে জগদ্দল ও ভাটপাড়া থানায় স্মারকলিপি দেবে বাম নেতৃত্ব।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − 9 =