কলকাতা 

দিল্লিতে গুরুত্ব বাড়ছে অধীরের ; প্রণব-প্রিয়-র পর বাংলার কংগ্রেস নেতা হিসাবে জাতীয় স্তরে গুরুত্ব পেলেন বহরমপুরের সাংসদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গনি খান চৌধুরি , প্রণব মুখার্জি ও প্রিয়রঞ্জন দাসমুন্সীর পর জাতীয় রাজনীতিতে বাঙালি ক্রমশই কোনঠাসা হয়ে পড়েছে । কংগ্রেস রাজনীতিতে তো আর বাঙালির কোনো জাতীয় প্রতিনিধি নেই । এই মুহুর্তে বাংলায় কংগ্রেস বলতে একমাত্র অধীর চৌধুরিই । তাই তিনি এবার যে দিল্লির রাজনীতিতে গুরুত্ব পাবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই । কিন্ত এভাবে গুরুত্ব তা হয়তো বুঝে উঠতে পারেননি অধীর চৌধুরি । তাঁকে কংগ্রেস সংসদীয় দল সংসদে সর্বদল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিলেন সনিয়া গাঁধী। সংসদে আজ, রবিবার সকালে ওই বৈঠকে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

প্রিয়রঞ্জন দাশমুন্সির অসুস্থতা এবং প্রণব মুখোপাধ্যায় সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার পরে কংগ্রেসের সর্বভারতীয় স্তরে বাঙালি নেতাদের আর প্রতিনিধিত্ব নেই। অধীরবাবুর হাত ধরে দলের জাতীয় স্তরে ফের কিছুটা জায়গা ফিরে পেতে চাইছে বাংলার কংগ্রেস। পাঁচ বারের সাংসদ অধীরবাবুকে লোকসভায়কংগ্রেসের সচেতক করা হোক, এমন দাবিও উঠেছে দলের অন্দরে। কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সনিয়ার নির্দেশে আজ সর্বদলে অধীরবাবুর পাশাপাশিই দলের প্রতিনিধিত্ব করার কথা কেরলের ৭ বারের সাংসদ কোডিকুন্নিল সুরেশের। এ বার নিয়ে পরপর তিন বার সুরেশ জয়ী হয়েছেন মাভেলিক্কারা কেন্দ্র থেকে।

Advertisement

শনিবার তিনি পথেও নেমেছিলেন সরকারি হস্তক্ষেপে হাসপাতালে নৈরাজ্য বন্ধের দাবিতে। তিনি জানিয়েছেন, সংসদের বৈঠকের বিষয় আলাদা। তবে সুযোগ পেলে তিনি হাসপাতালের প্রসঙ্গ তুলতে চান। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে এ দিন পা মিলিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেসের নেতা সন্তোষ পাঠক, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি শাদাব খানেরা।মিছিল শেষে এনআরএস হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধীরবাবু।

প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটির সভাপতি অধীরবাবুর বক্তব্য, এমন কোনও সমস্যা নেই, আলোচনার টেবিলে যার সমাধান হয় না। ভারত-পাকিস্তানেরও তো আলোচনা হয়। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী প্রথমে দাম্ভিকতা দেখিয়ে তিলকে তালকরেছেন। এখন তিনি আলোচনা করতে যাবেন না, আবার চিকিৎসকেরাও মাথা নত করে তাঁর কাছে আসবেন না! এর মাঝে পড়ে সাধারণ মানুষ বিপন্ন।’’

কংগ্রেস দল অধীর চৌধুরিকে জাতীয় স্তরে গুরুত্ব দিয়ে ভাল কাজই করেছেন । তিনি প্রণব মুখার্জি ও প্রিয়রঞ্জন দাসমুন্সীর পর একমাত্র বাংলার কংগ্রেস নেতা যিনি এতখানি গুরুত্ব পেলেন ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + 20 =