কলকাতা 

কাল ভোট গণনা, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা না পেলে কেন্দ্রে নতুন সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাল ভোটের ফল , বুথ ফেরত সমীক্ষা যাই বলুক হাং সংসদ হওয়ার সম্ভাবনা বেশি । বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখলে বাস্তবে দেখা যাচ্ছে বিজেপির জয় খুব সহজ হবে না । দক্ষিণ ভারতে বিজেপির অস্তিত্ব তেমন নেই বললেই চলে । অথচ এখানে ১২৯টি আসন রয়েছে । সেদিক থেকে কংগ্রেস জোট ও বামেরা মিলিয়ে প্রায় ১০০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে । মধ্যভারতে কংগ্রেস এবার বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দেবে । পশ্চিমভারতেও বিজেপির একাধিপত্য থাকবে না । কংগ্রেস ভাল ফল করবে । অন্যদিকে উত্তর ভারতে মায়াবতী-অখিলেশ ও ছোট ছোট আঞ্চলিক দলগুলি ভাল করার সম্ভাবনা রয়েছে ।

উত্তরপূর্ব ভারতে পশ্চিমবঙ্গ –ওড়িশা বাদে সব রাজ্যগুলিতেই কংগ্রেস জোট ভাল ফল করবে বলে রাজনৈতিক মহল মনে করছে । পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও ভাল আসন পাবে যদিও এবার বিজেপি এই রাজ্যে ভাল ফল করবে । তা সত্ত্বে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ।

Advertisement

এদিকে চন্দ্রবাবু নায়ডু যেভাবে অবিজেপি সরকার গড়ার জন্য বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন একই সঙ্গে শারদ পাওয়ারও কথা বলছেন । এর ফলে যদি কালকের ফল আঞ্চলিক দল ও কংগ্রেসকে সরকার গড়ার মত খানিকটা সুযোগ দেয় তাহলে তা নিতে প্রস্তুত হবে এই সব নেতারা । সেক্ষেত্রে  সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 4 =