দেশ 

কেন্দ্রে অবিজেপি সরকার গড়তে আসরে শারদ পাওয়ার ; সমর্থনের ইঙ্গিত নবীন ও কে সি রাওয়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রে অবিজেপি সরকার গড়তে জোর তৎপরতা শুরু হয়েছে । কয়েকদিন ধরে চন্দ্রবাবু নায়ডু দিল্লি, কলকাতা , লখনউ গিয়ে জোটের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন । দিল্লিতে অবিজেপি সরকার গড়তে এদের সবাইকে এক মঞ্চে আনতে সচেষ্ট হয়েছেন চন্দ্রবাবু নায়ড়ু । এবার অবিজেপি জোটের পক্ষে আসরে নামলেন দেশের বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার । তিনি ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । জানা গেছে এই দুই নেতা শারদ পাওয়ার আশ্বস্ত করেছেন যে অবিজেপির সরকার গড়ার মত পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তারা সমর্থন দিতে রাজি রয়েছেন ।

আগামী কাল লোকসভা ভোটের ফলাফল বের হবে। পওয়ার, চন্দ্রবাবুর লক্ষ্য, এগজিট পোল ভুল প্রমাণিত হলে যেন এনডিএ বাইরে থাকা কংগ্রেসি দলগুলিকেও পাশে না পেয়ে যায় বিজেপি। বিভিন্ন রাজ্যে ওই দলগুলির সমর্থন জোগাড় করে ফেলে যেন কোনও ভাবে বিজেপি না সরকার গড়ে ফেলতে পারে কেন্দ্রে। শেষ দফার ভোটের দিন থেকেই সেই কাজটা শুরু করে দিয়েছেন চন্দ্রবাবু।

Advertisement

ভোটের ফলাফল ঘোষণার পর সরকার গড়ার প্রয়োজনে বিরোধীদের একজোট করতে যে তিন রাজনৈতিক নেতার কাছে এখনও পর্যন্ত পওয়ারের ফোন পৌঁছেছে বলে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রের খবর, তাঁদের মধ্যে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, চন্দ্রবাবুর দুই কট্টর প্রতিপক্ষ তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বাকেসিআরএবং ওয়াইএসআর কংগ্রেসের জগন রেড্ডি।

কেসিআর এবং নবীনের সঙ্গে ফোনে কথা হলেও পওয়ারের ফোন চন্দ্রবাবুর কট্টর প্রতিপক্ষ জগন রেড্ডিধরতে পারেননিবলেই তাঁর দল সূত্রের খবর। ওয়াইএসআর কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘‘জগন্মোহন রেড্ডি এখন বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছেন’’ প্রয়োজন হলে জগনের সমর্থন লাগতে পারে ভেবে বিজেপি আগেই ওয়াইএসআর কংগ্রেসের নেতার সঙ্গে যোগাযোগে করেছে। কথা বলেছে। তাই এনসিপির একটি সূত্রের ধারণা, ‘‘পওয়ারের ফোন আপাতত এড়িয়েও যেতে পারেন জগন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − one =