কলকাতা 

আইএসসি পরীক্ষায় কৃতি ছাত্রী রিচা সিংকে সংবর্ধিত করলেন পুলিশ কমিশনার রাজেশ কুমার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলিশের কন্যা রিচা সিং উচ্চমাধ্যমিকে দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে । সে  কলকাতা পুলিশে কর্মরত এক অফিসারের মেয়ে অসাধারন এই ফলে গর্বিত কলকাতা পুলিশ । বুধবার লালবাজারে রিচা সিং-র অনন্য মেধার স্বীকৃতিকে সম্মান জানিয়ে কলকাতা পুলিশের কমিশনার রাজেশ সিং তাকে সংবর্ধিত করেন

এই বছরের ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আই এস সি) পরীক্ষায় ৯৯.২৫% নম্বর পেয়ে দেশে মধ্যে চতুর্থ হয়েছে রিচা সিং৷ সে জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, স্কুলের ছাত্রী । ঘটনাচক্রে রিচার বাবা বর্তমানে অ্যাডিশনাল ওসি, গড়িয়াহাট থানা, ইন্সপেক্টর রাজেশ কুমার সিং। রিচার এই সাফল্যে সব পুলিশ পরিবার গর্বিত৷ তাই তাঁকে ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে একটু অন্যভাবে সংবর্ধিত করা হল৷

Advertisement

ডিসি কল্যাণ মুখোপাধ্যায় নিজের চেয়ার রিচাকে ছেড়ে দেন ঘন্টাখানেকের জন্য৷ রিচাকে উৎসাহিত করতেই এই প্রতীকী সম্মান। এছাড়া বুধবার লালবাজারে ডেকে রিচাকে সংবর্ধিত করলেন কলকাতা পুলিশের কমিশনার ডঃ রাজেশ কুমার৷ সঙ্গে ছিলেন রিচার বাবা রাজেশ সিংও।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয় এবছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল। ফলাফল ঘোষনার পরই দেখা যায় দশম এবং দ্বাদশ এই দুই পরীক্ষাতেই মেয়েরা এগিয়ে রয়েছে৷ পাশাপাশি দু’টির ফলাফলেই কলকাতার ছাত্র ছাত্রীদের জয়জয়কার। আইসিএসসিতে ১০০ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ-এর দেবাং আগরওয়াল। দেবাং ৬টি বিষয়ের মধ্যে ৫টি বিষয়ই একশোয় একশ পেয়েছে৷ শুধু অঙ্কে এক নম্বর কম পেয়েছে৷ এছাড়া আইসিএসই-তে দ্বিতীয় হয়েছে কলকাতার তিনজন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + eleven =