দেশ 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ আট রাজ্য ; মোদীর টুইটে শুধুই গুজরাট ; কমলনাথের খোঁচায় সব ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের আট রাজ্যে প্রবল ধুলোঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । এতে প্রায় ৪১ জন মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । আর এই প্রাকৃতিক দুর্যোগের পরেই প্রধানমন্ত্রীর টুইটকে ঘিরে বির্তক দানা বাধে । প্রাকৃতিক দূর্যোগের ৯০ মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করা হয়- গুজরাটের বিভিন্ন অঞ্চলে অসময়ের বৃষ্টি ও ধুলো ঝড়ের কারণে প্রাণ হারিয়েছে। এই ঘটনায় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। একইসঙ্গে গুজরাটের প্রাকৃতিক দুর্যোগে আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করা হয়

এরপরই মধ্যপ্রদেশের  কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমল নাথ টুইট করেন, মধ্যপ্রদেশে না হয় আপনার সরকার নেই, তা বলে কি মধ্যপ্রদেশে মানুষ বসবাস করে না। মধ্যপ্রদেশেও ১০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। তাদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হল না। শুধু গুজরাতের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে মোদী প্রমাণ করে দিলেন, তিনি শুধু গুজরাতের প্রধানমন্ত্রী।
এরপর ফের প্রধানমন্ত্রীর দফতর টুইট করে দুঃখপ্রকাশ করে জানায়, দেশের যে সমস্ত অংশ প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে, তাদের সকল পরিবারকেই ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরাও ক্ষতিপূরণ পাবেন।

Advertisement

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + 17 =